অডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম স্পটিফাই বুধবার কারিগরি বিভ্রাটের কবলে পড়ে। ফলে কয়েক ঘন্টা ধরে বিশ্বের লাখো ব্যবহারকারী প্ল্যাটফর্মটি ব্যবহারে ভোগান্তিতে পড়েন। অবশেষে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টার দিকে সেবাটি স্বাভাবিক হয়েছে বলে রয়টার্সকে জানিয়েছে কোম্পানিটি।
বুধবারে বিভ্রাটে ঠিক কতোজন ব্যবহারকারী ভোগান্তিতে পড়েন সেটি জানায়নি স্পটিফাই। তবেব ওয়েবসাইট ট্র্যাকিং ওয়েবসাইট ডাউনডিটেক্টরের তথ্যমতে, যখন বিভ্রাট চলছিলো তখন যুক্তরাষ্ট্রে ২০ হাজারের অধিক এবং যুক্তরাজ্যে আট হাজারের অধিক ব্যবহারকারী ভোগান্তিতে পড়েন। যদিও এই তথ্য শুধুমাত্র ব্যবহারকারীদের প্রদত্ত তথ্য থেকে প্রাপ্ত, ভুক্তভোগীর সংখ্যা কয়েকগুন বেশি।
এক টুইটে স্পটিফাই জানায়, এখন আগের থেকে সবকিছু ভালো মনে হচ্ছে।
উল্লেখ্য, চলতি বছরে আরও দুইবার বিভ্রাটে পড়েছিলো স্পটিফাই।
ডিবিটেক/বিএমটি