যুক্তরাষ্ট্রে ও চীনের মধ্যকার বাণিজ্যিক টানাপোড়নে বেকায়দায় পড়েছে উভয় দেশের কোম্পানিগুলো। এই পরিস্থিতি সামলে নিতে নানা উদ্যোগ নিচ্ছে তারা। এরই ধারাবাহিকতায় ব্যবসা-বাণিজ্য নতুন করে সাজাচ্ছে আইফোন নির্মাণকারী তাইওয়ানের কোম্পানি ফক্সকন। যুক্তরাষ্ট্রের চাপে চীন থেকে উৎপাদন সরাতে হচ্ছে ফক্সকনকে। তবে বাজার ধরে রাখতে এবার বৈদ্যুতিক গাড়ি উৎপাদনের কথা ভাবছে প্রতিষ্ঠানটি।
ভারতে অ্যাপলের কন্ট্র্যাক্ট ম্যানুফ্যাকচারার সংস্থাটি তাদের এই পরিকল্পনা এগিয়ে নিয়ে যেতে বেশ কিছু রাজ্য সরকারের সঙ্গে আলোচনা শুরু করেছে। ফক্সকন জানিয়েছে, চলতি বছরে ব্যাটারি চালিত দু’চাকা তৈরির কারখানা গড়তে ভারত সহায়তা করবে। দক্ষিণ পূর্ব এশিয়ার ব্যাটারি চালিত দু’চাকার বাজারের চাহিদা পূরণ করবে ওই কারখানা।
ফক্সকনের চেয়ারম্যান ইয়াং লিউ এক সাক্ষাৎকারে বলেন, যুক্তরাষ্ট্রের-চীন সম্পর্ক তিক্ত হওয়ার কারণে তাদের সবচেয়ে খারাপ পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে হবে। ব্যবসার ধারাবাহিকতা বজায় রাখার পরিকল্পনা ইতোমধ্যে করা হয়েছে। এ ছাড়া জাতীয় নিরাপত্তার সঙ্গে সম্পর্কিত কিছু পণ্যের উৎপাদন চীন থেকে মেক্সিকো ও ভিয়েতনামে সরিয়ে নেওয়া শুরু হয়েছে।
অ্যাপলের আইফোন প্রস্তুতকারক হিসেবেই ফক্সকনের বিশেষত্ব। অ্যাপলের অর্ধেকের বেশি পণ্য তারা প্রস্তুত করে। এ ছাড়া মাইক্রোসফট, সনি, ডেল ও আমাজনের মতো কোম্পানিও তাদের গ্রাহক। চীনে তাদের উৎপাদন কারখানা ছিল, কিন্তু এখন তারা চীন থেকে উৎপাদন কার্যক্রম সরিয়ে আনতে বাধ্য হচ্ছে।
ডিবিটেক/বিএমটি