তথ্য প্রাপ্তি, ভুল করার অধিকার বাড়াতে পারলে প্রযুক্তির কর্মক্ষেত্রেও নারীর অংশগ্রহণ বাড়বে বলে মত দিয়েছেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিষ্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।
শনিবার (২৫ মে) রাজধানীর বিসিএস ইনোভেশন সেন্টারে অনুষ্ঠিত ‘প্রযুক্তির কর্মক্ষেত্রে নারী’ বিষয়ক মুক্ত সংলাপে তিনি এই অভিমত ব্যক্ত করেন।
মন্ত্রী বলেন, সহায়ক পরিবেশ প্রযুক্তিক্ষেত্রে নারীর অংশগ্রহণকে ত্বরান্বিত করবে। সমাজে নারী-পুরুষে পারস্পরিক শ্রদ্ধাবোধ সমাজকে যেমন এগিয়ে যেতে সাহায্য করে তেমনি তা নারীবান্ধব কর্মক্ষেত্র গড়ে তুলতেও অগ্রণী ভূমিকা পালন করে। সামাজিক বাঁধা বিপত্তি পেরিয়ে যে নারীরা কর্মক্ষেত্রে সাফল্যের উজ্জ্বল উদাহরণ তাদের সাফল্য গাঁথা আরও বেশি করে ছড়িয়ে দেওয়া উচিৎ।
তিনি আরো বলেন, বাংলাদেশ নারীর পাশে পুরুষ আন্দোলনে স্বাক্ষর করেছে। তাই নারী বান্ধব কর্মপরিবেশ গড়ে তোলার ক্ষেত্রে পুরষদেরও অগ্রহণী ভূমিকা পালন করতে হবে।
তিনি জানান, এসএসসি-এইচএসসি এমনকি বিশ্ববিদ্যালয়ে পর্যায়ে ছাত্রীরা ছাত্রদের তুলনায় অনেক ক্ষেত্রে ভাল ফলাফল করছে। কিন্তু সামাজিক কারণের পাশাপাশি রোল মডেল, সময়মতো তথ্য প্রাপ্তি, ভুল করার অধিকার বাড়াতে পারলে প্রযুক্তির কর্মক্ষেত্রেও নারীর অংশগ্রহণ বাড়বে। আর নারী-পুরুষের পারস্পরিক শ্রদ্ধাবোধের বিষয়টি প্রাথমিক পর্যায় থেকেই জোর দেওয়া প্রয়োজন বলে তিনি অভিমত ব্যক্ত করেন।