ট্রাম্প প্রশাসন হুয়াওয়ের বিষয়ে কিছুটা নমনীয় হতে পারে। বিদ্যমান গ্রাহকদের কথা বিবেচনায় রেখে এই সিদ্ধান্ত নেয়া হতে পারে। বাণিজ্য বিভাগের একজন মুখপাত্র রয়টার্সকে এমনই তথ্য দিয়েছেন।
তিনি জানান, বিদ্যমান নেটওয়ার্ক ও গেজেট ব্যবহারকারীদের সেবা চলমান রাখতে হুয়াওয়েকে সাময়িক লাইসেন্স দেয়া হতে পারে। অনেকগুলো ইন্টারনেট সেবাদাতা এবং ওয়্যারলেস প্রতিষ্ঠান গ্রাম ও কম জনবসতি এলাকায় এখনও হুয়াওয়ের যন্ত্রাংশ ব্যবহার করছে। এখনই নিষিদ্ধ হলে ঐসব এলাকায় সেসব সেবায় বিঘ্ন ঘটবে।
তবে হুয়াওয়ের জন্য মোটেই সহজ হচ্ছে না বিষয়টি। জোরালো বিধিনিষেধ থাকছে তাদের উপর। রক্ষণাবেক্ষণের ক্ষেত্রে কোনো পণ্যের দরকার হলে যুক্তরাষ্ট্রের পণ্য ব্যবহার করতে হবে। নতুন কোনো পণ্য যুক্তরাষ্ট্রের বাজারে আনতে পারবে না হুয়াওয়ে।
ডিবিটেক/বিএমটি