এইচএমডি গ্লোবাল সম্প্রতি বিশ্ববাজারে নিজস্ব ব্র্যান্ডের স্মার্টফোন উন্মোচন করেছে। এবার কোম্পানিটি নকিয়া ব্র্যান্ডের স্মার্টফোন আনতে চলেছে। শোনা যাচ্ছে, নকিয়া ২২৫ ফোরজি ফোন উন্মোচনের পাশাপাশি ২৫ বছরের পুরনো একটি ফোন নতুনরূপে বাজারে আনছে চলেছে এইচএমডি গ্লোবাল।
নকিয়া মবনেটের প্রতিবেদন অনুযায়ী, নতুন ফোনটি নকিয়া ৩২১০ (২০২৪) নামে আসবে। এই ফোনটি নব্বইয়ের দশকে বাজারে বেশ জনপ্রিয় ডিভাইস ছিল। বলা হচ্ছে, ফোনটি ২৫ বছর পর নতুন আপগ্রেডের সাথে বাজারে আসবে।
ফাঁস হওয়া একটি পোস্টারে লিক পোস্টারে ব্লু কালার অপশনে দেখা গেছে পরবর্তী ফোনটি। তবে ফোনটি সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। আগামী কয়েক দিনে এর বিস্তারিত তথ্য জানা যাবে বলে আশা করা হচ্ছে। ফোনের আগের ডিজাইন থেকে নতুন মডেলটি অনেকটাই আলাদা হতে চলেছে। থাকবে আধুনিক লুক এবং ডিজাইন।
পুরনো ফোনটিতে ক্যামেরা না থাকলেও নকিয়া ৩২১০ (২০২৪) ফোনে একটি ক্যামেরা দেওয়া হবে। ফোনের নিচে এইচএমডি কোম্পানির ব্র্যান্ডিং দেখা গেছে। এতে বড় ব্যাটারি লাইফ, ব্লুটুথ এবং ফোরজি কানেক্টিভিটি থাকতে পারে। ধারণা করা হচ্ছে, মে মাসের কোনো এক সময়ে ফোনটি উন্মোচন করা হবে।
ডিবিটেক/বিএমটি