বিশ্ব বিশেষ করে পশ্চিমা বিশ্বের বছরের সবচেয়ে বড় কেনাকাটা উৎসব ব্ল্যাক ফ্রাইডে। এ বছরের সেই কার্যক্রমের মধ্যেই মজুরি বৃদ্ধির দাবিতে ইউরোপজুড়ে ধর্মঘট পালন করেছে মার্কিন ই-কমার্স জায়ান্ট অ্যামাজনের শ্রমিকরা।
ইউরোপের ৩০টি দেশে “মেইক অ্যামাজন পে” নামের আন্দোলনটি সমন্বয় করছে ‘ইউএনআই গ্লোবাল ইউনিয়ন’ নামের একটি সংগঠন। ব্ল্যাক ফ্রাইডে থেকে সোমবার পর্যন্ত চলবে এই আন্দোলন।
জার্মানিজুড়ে কোম্পানিটির ছয়টি বড় গুদাম বা ফুলফিলমেন্ট সেন্টারের প্রায় দুই হাজার কর্মী ধর্মঘটটিতে যোগ দিয়েছেন বলে জানিয়েছে শ্রমিক সংঘ ভের্ডি। গত বছর অ্যামাজনের দ্বিতীয় বৃহত্তম বাজারের স্বীকৃতি পেয়েছিল জার্মানি।
তারা বলেছে রাইনবার্গের পাঁচশ শ্রমিক যোগ দিয়েছেন ঘর্মঘটটিতে, যা সেখানকার অ্যামাজনের মোট শ্রমশক্তির ৪০ শতাংশ। সেইসঙ্গে লিপজিগে ধর্মঘটকারী শ্রমিকের সংখ্যা আড়াইশ, যা সে অংশের মোট কর্মী সংখ্যার ২০ শতাংশ।
ডিবিটেক/বিএমটি