চীনের জন্য নতুন কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর (এআই) চিপ বাজারজাতের সময় পেছানোর ঘোষণা দিয়েছে উৎপাদনকারী প্রতিষ্ঠান এনভিডিয়া। বিষয়টির সঙ্গে জড়িত দুটি সূত্র জানায়, ২০২৪ সালের প্রথম প্রান্তিকে এটি বাজারে আসতে পারে। খবর রয়টার্স ও বণিকবার্তা।
সূত্র জানিয়েছে, বিলম্বিত চিপটির নাম এইচ২০। চীনকেন্দ্রিক তিনটি চিপের মধ্যে এটিকে সবচেয়ে শক্তিশালী মনে করা হচ্ছে।
মার্কিন রফতানি নিষেধাজ্ঞা মেনে চলার জন্য বিশেষভাবে তৈরি করা হয়েছে বলে অভিমত বিশ্লেষকদের। চীনের বাজারে বিক্রি শুরু হলে এটি স্থানীয় প্রতিদ্বন্দ্বীদের জন্য চাপ তৈরি করতে পারে বলে আশা সংশ্লিষ্টদের।
ডিবিটেক/বিএমটি