চুক্তি ভেঙে ভিডিও ব্যবহারের অভিযোগে এবার নোকিয়ার রোষের মুখে অ্যামাজন। মোট পাঁচটি দেশে অ্যামাজনকে আইনি নোটিস ধরিয়েছে এই মোবাইল প্রস্তুতকারক সংস্থা।
নোকিয়ার অভিযোগ, অ্যামাজনের সঙ্গে বহু বছর ধরে যুক্ত তারা। তা সত্ত্বেও চুক্তির নিয়ম ভেঙে প্রযুক্তি সংক্রান্ত নোকিয়ার ভিডিও ব্যবহার করা হয়েছে তাদের ওয়েবসাইটে।
আর সেই কারণেই ভারত, আমেরিকা, জার্মানি, ব্রিটে-সহ মোট পাঁচটি দেশে অ্যামাজনের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করেছে তারা। মার্কিন আদালতে নোকিয়া এও জানিয়েছে, শুধু আমাজনই নয়, একইরকম নিয়মভঙ্গ করেছে হার্ডওয়্যার কোম্পানি এইচপি।
ডিবিটেক/বিএমটি