শিশুদের নিরাপত্তা ও মালিকানা চীনের থাকার অভিযোগে এবার টিকটকের বিরুদ্ধে মামলা করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য ইউটাহ। খবর সিএনবিসি।
খবরে বলা হয়, টিকটককে ‘আসক্তিমূলক পণ্য’ হিসেবে আখ্যা দিয়েছেন ইউটাহ’র অ্যাটর্নি জেনারেল শন রেইস। এছাড়া চীনা মালিক কোম্পানি বাইটডান্সের সঙ্গে সম্পর্ক নিয়ে ব্যবহারকারীদের বিভ্রান্ত করার কথাও উল্লেখ করা হয়েছে।
সামাজিক মাধ্যম নিয়ে অঙ্গরাজ্যটিতে সম্প্রতি এমন কিছু আইন প্রণয়ন করা হয়েছে, যা যুক্তরাষ্ট্রের সবচেয়ে কঠোর বলে বিবেচিত। এর মধ্যে রয়েছে শিশুর সামাজিক মাধ্যম ব্যবহারের জন্য অভিভাবকের অনুমতির বিষয়টিও।
মামলায় টিকটককে এমন ‘স্লট মেশিনের’ সঙ্গে তুলনা করা হয়েছে, যেখানে ভিডিও সোয়াইপ করানোর মাধ্যমে ‘ডোপামিন ম্যানিপুলেশন’ চালানো হয়।
ডিবিটেক/বিএমটি