সব জি স্যুট গ্রাহকের জন্য গুগল গ্রুপস ম্যাটেরিয়াল নকশা উন্মুক্ত করলো গুগল। মোবাইল সাইটকে আরও উন্নত করতে মঙ্গলবার থেকে গ্রুপ অনুসন্ধানের এই নতুন নকশা উন্মুক্ত করা হয়।
এর ফলে একটি নির্দিষ্ট বিষয়ের ওপর গড়ে ওঠা বিভিন্ন গ্রুপে যোগ দিয়ে সেখানে নিজের মন্তব্য শেয়ার ও আলোচনায় অংশ নেয়ার সুযোগ পাচ্ছেন গ্রাহক। একইসঙ্গে গ্রুপের বার্তাগুলো লেবেল দিয়ে ফিল্টার এবং সার্চ করা যাচ্ছে।
একত্রিত ইনবক্স ব্যবস্থার কারণে গুগল গ্রুপকে ইমেইল তালিকা হিসেবেও ব্যবহারের সুযোগ মিলছে। নতুন নকশা মোবাইল সাইটকে ডেস্কটপ সংস্করণের কাছাকাছি নিয়ে এসেছে।