কথা বলা ও বার্তা আদান-প্রদানে জনপ্রিয় অ্যাপ স্কাইপ। স্কাইপে কারো সঙ্গে কথা বলার সময় কল রেকর্ড করার প্রয়োজন পড়তে পারে। কিন্ত রেকর্ড কিভাবে করবেন জানা না থাকলেই পরতে হতে পারেন বিপদে। তাই আগে থেকে জানা থাকলে এই সমস্যায় ভুগতে হবে না।
থার্ডপাটি কোনো অ্যাপের সাহায্যে ছাড়াই স্কাইপে রেকর্ড করা যাবে কথোপকথন। স্কাইপে কলিং অবস্থায় থাকার সময় ‘+’ সাইন বাটনে ক্লিক করতে হবে। তারপর সেখান থেকে ‘Start recording’ অপশনে ক্লিক করলে রেকর্ডি চালু হয়ে যাবে। অ্যান্ড্রয়েড ও আইওএস মোবাইল প্লাটফর্মেরও একই নিয়মে স্কাইপ কল রেকর্ড করা যাবে।