দেশের ৮৩ টি ভিওআইপি সেবাদাতা প্রতিষ্ঠান (ভিএসপি) কে আগামী ৩১ জুলাইয়ের মধ্যে লাইসেন্স নবায়নের নির্দেশ দিয়েছে টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি । এর মধ্যে ৬৭টি প্রতিষ্ঠানই ঢাকার। এছাড়াও নির্দেশ প্রাপ্ত প্রতিষ্ঠানের মধ্যে চট্টগ্রামের রয়েছে ১০টি, ৪টি রাজবাড়ীর এবং চাঁদপু ও কুমিল্লায় ১টি করে ভিএসপি প্রতিষ্ঠান।
বৃহস্পতিবার (৪ জুলাই) বিটিআরসির এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ নির্দেশ দেয়। সংস্থাটি জানায়,শর্ত পূরণ সাপেক্ষে পূর্বের ইস্যুকৃত লাইসেন্সের মেয়াদ উত্তীর্ণের তারিখ থেকে পরবর্তী ২ বছরের জন্য ১ লক্ষ টাকা লাইসেন্স নবায়ন ফির সাথে ১৫ শতাংশ ভ্যাট দিয়ে নতুন লাইসেন্স নিতে হবে।
তবে যারা ইতিপূর্বে ২০১৮-১৯ সালের লাইসেন্স ফি জমা দিয়েছে তাদেরকে ফি সমন্বয় করা হবে বলেও ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। আর যদি কোনো প্রতিষ্ঠান ইতিমধ্যে কমিশনে অগ্রিম লাইসেন্স ফি দিয়ে থাকেন তবে সেই ফি লাইসেন্স নবায়ন ফি’র সঙ্গে সমন্বয় করা হবে।