চলতি মাসের শেষ ভাগে পূর্ণাঙ্গ কার্যক্রম শুরু করছে ব্র্যান্ডের সঙ্গে ভোক্তাদের সংযুক্ত করার প্রযুক্তিভিত্তিক মাধ্যম জাস্ট স্টোরিজ।
এর আগেই শনিবার (১ জুন) রাজধানীর লেকশোর হোটেলে গণমাধ্যমের সামনে নিজেদের আত্মপ্রকাশ ঘটায় ভিন্ন ধারার গল্প উপস্থাপনায় পণ্য ও প্রতিষ্ঠানের বাজার প্রসারে কাজ শুরু করা এই কন্টেন্ট স্টার্ট-আপ।
অনুষ্ঠানে প্রাতিষ্ঠানিক পরিচিতি বাড়াতে কন্টেন্ট ভিত্তিক বিপনণের গুরুত্ব তুলে ধরেন প্রতিষ্ঠানটির উদ্যোক্তা বৃতি সাবরিন।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মিডিয়া ব্যক্তিত্ব খ. ম. হারূন ও জাস্ট স্টোরিজের সহ-প্রতিষ্ঠাতা ইয়ামিনুল হক।
খ. ম. হারূন তথ্যপ্রযুক্তির পরিবর্তনের সঙ্গে মানুষের যোগাযোগ মাধ্যমের পরিবর্তনের ধারাবাহিকতা তুলে ধরেন। সংযোগের উন্নয়নের সঙ্গে সঙ্গে পণ্যের বিপণন প্রক্রিয়ায় পরিবর্তন আনার ওপর গুরুত্বারোপ করেন বাংলাদেশ টেলিভিশনের সাবেক এই কর্মকর্তা।
প্রতিষ্ঠানের কাজ সম্পর্কে বৃতি সাবরিন বলেন, জাস্ট স্টোরিজ হবে একঝাঁক তরুণ গল্পকথকের প্ল্যাটফর্ম যারা নতুন কন্টেন্ট তৈরি করে ব্র্যান্ডের সঙ্গে ভোক্তাদের সংযুক্ত করার অদম্য ইচ্ছা নিয়ে কাজ করবে।
জাস্ট স্টোরিজ সূত্রে জানা গেছে, প্রতিষ্ঠানটি বাণিজ্যিক কাজের পাশাপাশি সামাজিক সচেতনতামূলক কাজও করবে।