অবশেষে আইটিউনস সেবা বন্ধ করে দিচ্ছে অ্যাপল। এর স্থলে আনতে যাচ্ছে ডেডিকেটেড মিডিয়া অ্যাপ।
সোমবার (৩ জুন) অ্যাপলের ওয়ার্ল্ডওয়াইড ডেভেলপার্স কনফারেন্স ২০১৯-এ এই ঘোষণা দেয়ার কথা রয়েছে।
ইতিমধ্যেই ফেসবুক ও ইনস্টাগ্রামের আইটিউনস অ্যাকাউন্ট থেকে সব ছবি, পোস্ট এবং ভিডিও সরিয়ে নিয়েছে অ্যাপল।
ধারণা করা হচ্ছে. ফেসবুক ও ইনস্টাগ্রামের আইটিউনস অ্যাকাউন্ট অ্যাপল টিভি অ্যাকাউন্টে স্থানান্তরিত হচ্ছে। অবশ্য আইটিউনস-এর টুইটার অ্যাকাউন্ট আপাতত আগের মতোই রাখা হয়েছে।
গত এপ্রিলে এক প্রতিবেদনে বলা হয় ম্যাকওএস-এর পরবর্তী সংস্করণে মিউজিক, পডকাস্টস এবং টিভি অ্যাপ আলাদা করতেই এমন উদ্যোগ নিচ্ছে অ্যাপল।