প্রকাশিত হয়েছে ‘জুমাঞ্জি: দ্য নেক্সট লেভেল’ সিনেমার ট্রেলার। ইউটিউইবে এই সিনেমার ট্রেলার শেয়ার করেছেন তারকা অভিনেতা যোয়াইন জনসন। ছবিটির অন্যতম অভিনেতা ডোয়াইন জনসন ওরফে ‘দ্য রক’। এবারের পর্বে দেখা যাবে বেবুন।
এই পর্বে ভক্তদের জন্য অপেক্ষা করছে রোমাঞ্চকর এক ভ্রমণের পর্ব। ইউটিউ ট্রায়েল দেখে বোঝা যায়, আপনি জুমাঞ্জি সম্পর্কে যা জানেন তা পরিবর্তিত হবার দিকে।
২০১৭ সালে প্রকাশিত হয় জুমাঞ্জি’র প্রথম পর্ব জুমাঞ্জি: ওয়েলকাম টু দ্য জাঙ্গল। তখন পৃথিবীব্যাপী ছবিটি প্রায় ৯৬০ মিলিয়ন মার্কিন ডলার (যদিও দ্য রক তার ইনস্টাগ্রাম পোস্টে এই অঙ্কটি এক বিলিয়নের বেশি বলে জানান) আয় করে।
দ্য রক তাঁর ইনস্ট্রাগ্রাম হ্যান্ডেলে এই ঘোষণা দিয়ে লেখেন, জুমাঞ্জির নতুন ছবি নিয়ে অফিসিয়ালি প্ল্যানিং চলছে। আসবে ডিসেম্বর ১৩, ২০১৯ এ। খেলা সবে শুরু হলো। এই সিক্যুয়েলটি আমার ভালোবাসার অন্যতম জায়গা এবং আপনারা এতে দারুণ সাড়া দিয়েছেন। আমরা নতুন কী করলাম তা দেখাবার জন্য অস্থির হয়ে আছি। আমরা সবাই খুশি।
রবিন উইলিয়ামস এর ১৯৯৫ সালের ছবি ‘জুমাঞ্জি’র সিক্যুয়াল মুক্তি পায় গত বছর। আর আগামী বছরে আসছে এটির তৃতীয় কিস্তি। দ্য রক ছাড়াও জেক কাসডান পরিচালিত নতুন এই ছবিটিতে আরো অভিনয় করবেন জ্যাক ব্ল্যাক, হার্ট, ক্যারেন গিলান, নিক জোনাস, ববি ক্যানাভেল প্রমুখ।
[প্রিয় পাঠক, আপনিও ডিজি বাংলা’র অংশ হয়ে উঠুন। প্রযুক্তি বিষয়ক খবরা-খবর, মোবাইল-গেম রিভিউ, স্কুল-কলেজ পর্যায়ের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উদ্ভাবন-গবেষণা, মেলা, ফ্যাশন, লাইফস্ট্যাইল, ক্যারিয়ার, পরামর্শ, টিপস নিয়ে লিখুন এবং সংশ্লিষ্ট বিষয়ে ভিডিও/ছবিসহ মেইল করুন[email protected] এ ঠিকানায়। আপনার সঙ্গে যোগাযোগের নম্বরটিও লিখুন। লেখা আপনার নামে প্রকাশ করা হবে। মনোনীত লেখার জন্য সম্মানি দেয়া হবে।]