চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জে এগিয়ে থাকতে এখন থেকেই বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি লিমিটেডকে (বিএসসিসিএল) প্রস্তুতি নিতে নির্দেশনা দিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার।
মঙ্গলবার ঢাকার তেজগাঁওয়ে অবস্থিত বিএসসিসিএলের প্রধান কার্যালয় পরিদর্শনকালে মন্ত্রী সংশ্লিষ্টদের এই নির্দেশ দেন।
মন্ত্রী বলেন, চতুর্থ শিল্প বিপ্লব বা ডিজিটাল শিল্প বিপ্লবের যুগে প্রবেশ করেছে দেশ। চতুর্থ শিল্প বিপ্লবের ইন্ডাস্ট্রি হবে আইওটি, বিগডেটা, ব্লকচেইন বা রোবটিক ভিত্তিক। সেই ক্ষেত্রে প্রচুর ব্যান্ডউইডথের প্রয়োজন হবে। চাহিদা অনুযায়ী গ্রহককে নিরবিচ্ছিন্ন ও ঝামেলাহীন ব্যান্ডউথ সেবা প্রদানে বিএসসিসিএলের সকল কর্মসূচি আরও বেগবান করতে হবে।
পরিদর্শনের সময় ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব অশোক কুমার বিশ্বাস, অতিরিক্ত সচিব মো. আজিজুল ইসলাম এবং বিএসসিসিএল ব্যবস্থাপনা পরিচালক মশিউর রহমান উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে মন্ত্রীকে প্রতিষ্ঠানটির বিস্তারিত কর্মকাণ্ড, ভবিষ্যত পরিকল্পনাসহ দেশে ব্যান্ডউইডথের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে চলমান বিভিন্ন কর্মসূচি এবং ভবিষ্যত পরিকল্পনা তুলে ধরেন বিএসসিসিএল ব্যবস্থাপনা পরিচালক।