’ট্রান্সফমিং লাইফ থ্রু ইনোভেশন’ স্লোগানে আগামী ৬-৯ ফেব্রুয়ারি চার দিনব্যাপী আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি)-তে শুরু হতে যাচ্ছে দক্ষিণ এশিয়ার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতভিত্তিক জনপ্রিয় প্রদর্শনী ১৬তম বেসিস সফটএক্সপো ২০২০।
এবার এই এক্সপো উদ্বোধন করবেন মোঃ রাষ্ট্রপতি আব্দুল হামিদ। ২০ জানুয়ারি রাষ্ট্রপতির পক্ষ থেকে বেসিস-কে এ বিষয়ে নিশ্চয়তা দেয়া হয়েছে।
সূত্রমতে, গত ১৩ জানুয়ারি রাতে বেসিস সভাপতি সৈয়দ আলমাস কবিরের নেতৃত্বে বেসিস নির্বাহী পরিষদ সদস্য ফারহানা এ রহমান, মুশফিকুর রহমান ও দিদারুল আলম রাষ্ট্রপতির কাছে এ বিষয়ে নিমন্ত্রণ পত্র নিয়ে গিয়েছিলেন। গতকাল রাতে সামরিক সচিবের পক্ষ থেকে এ বিষয়ে সবুজ সঙ্কেত দেয়া হয়েছে।
এছাড়াও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে রাষ্ট্রীয় সফরে দেশের বাইরে না গেলে আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। আগামী দুই-তিন দিন পর বিষয়টি চূড়ান্ত হবে বলে মেলা আয়োজক কমিটি সূত্রে জানা গেছে।
বেসিস সফটএক্সপো ২০২০ এর আহ্বায়ক মুশফিকুর রহমান ডিজিবাংলা-কে জানান, দেশের সফটওয়্যার প্রতিষ্ঠানগুলোর সম্প্রসারণে আয়োজিত এই এক্সপোতে তিনশোর’ও বেশি প্রতিষ্ঠান অংশ নেবে। দেশের সফটওয়্যারের নিজস্ব চাহিদা পূরণে সক্ষমতা প্রদর্শন ও আস্থা তৈরির নানা উদ্যোগ প্রদর্শিত হবে। আন্তর্জাতিক পরিমন্ডলে সফটওয়্যার খাতেও ‘মেড ইন বাংলাদেশ’ জনপ্রিয় করে তুলতে আমরা এই মেলায় বিশেষ গুরুত্ব দিচ্ছি।
তিনি আরো বলেন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সেবার জন্য একটা সময় আমাদের পুরোপুরি বিদেশি কোম্পানিগুলোর উপর নির্ভর করতে হতো। কিন্তু গত এক দশকে চিত্রটা পাল্টেছে। এখন বাংলাদেশের স্থানীয় আইটি প্রতিষ্ঠানগুলো তৈরি করছে বিশ্বমানের প্রযুক্তি, যা দেশের চাহিদা মিটিয়ে রপ্তানি হচ্ছে বিদেশেও। রপ্তানি আয় ছাড়িয়েছে এক বিলিয়ন ইউএস ডলারের গন্ডি। এবার রপ্তানি ৫ বিলিয়ন লক্ষ্য তাড়া করতেই এবারের প্রদর্শনীতে বিদেশীদের আকৃষ্ট করা হবে।