যুক্তরাজ্যে প্রথমবারের মতো চালু হলো পরবর্তী প্রজন্মের ফাইভজি মোবাইল নেটওয়ার্ক। দেশটির টেলিকম অপারেটর ও ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান ইই এই সেবা চালু করেছে। এ উপলক্ষে থামেস নদীতে একটি নৌকার উপর র্যাপার স্ট্রমজির কনসার্ট লাইভ স্ট্রিমিং করা হয়। খবর বিবিসি।
ফাইভজি মোবাইল নেটওয়ার্ক ফোরজির চেয়ে কয়েকগুন বেশি দ্রুত ডাউনলোড করার সুযোগ দেয়। তবে এই সুবিধা উপভোগ করতে গ্রাহকদের ফাইভজি সমর্থিত হ্যান্ডসেটের দরকার পড়বে।
ইই জানিয়েছে, প্রাথমিকভাবে এই সেবা বেলফাস্ট, বার্মিংহাম, কার্ডিফ, ইডিনবার্গ, লন্ডন এবং ম্যানচেস্টারে পাওয়া যাবে।
এদিকে আগামী সপ্তাহে ভোডাফোন তাদের ফাইভজি সেবাতে সুইচ করার পরিকল্পনা করেছে।
নতুন নেটওয়ার্ক ব্যবহারের সুবিধার্তে ইই মাসে সর্বনিম্ন ৫৪ পাউন্ড এবং ফাইভজি সমর্থিত হ্যান্ডসেটের জন্য ১৭০ পাউন্ড ফি নির্ধারণ করেছে। এছাড়া অন্যান্য প্যাকেজতো থাকছেই।
ডিবিটেক/বিএমটি