অবৈধ ভিওআইপির বিরুদ্ধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে আজ ঢাকার লালমাটিয়ার জাকির হোসেন রোডে বিটিআরসি প্রযুক্তিভিত্তিক সোর্স এর সহায়তায় এবং র্যাব ২ এর সহযোগিতায় ৩০ লক্ষ টাকার সরঞ্জাম জব্দসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
বিটিআরসির এনফোর্সমেন্ট টিম এর সম্পূর্ণ কারিগরি দক্ষতা ও এনটিএমসির প্রযুক্তিগত সহায়তায় পরিচালনাধীন অবৈধ ভিওআইপি অপারেশনকালীন একটি আবাসিক স্থাপনা থেকে ৫১২ পোর্ট এর ০৩টি ২৫৬ পোর্ট এর ০২ টি সিমবক্স, ০৭টি ল্যাপটোপ, ০৫ টি মডেম, ১ টি সুইচ ও ৯০০ টি টেলিটক সিম জব্দ করা হয়।
এক জন সৌদি প্রবাসীসহ ০৪ জনের সিন্ডিকেট এ প্রায় দেড় বছর ধরে এ অবৈধ ব্যবসা পরিচালিত হয়ে আসছিলো। এতে প্রতিদিন সর্বোচ্চ ২ লক্ষ ৩০ হাজার মিনিট হারে কল হতো, যার ফলে সরকার এ সময়ে প্রায় ৭ কোটি টাকার রাজস্ব হারায়।
বিটিআরসি এ ধরণের অভিযান চলমান থাকবে এবং অবৈধ ভিওআইপির বিরুদ্ধে কমিশনের পক্ষ থেকে জিরো টলারেন্স নীতি গ্রহন করা হয়েছে।