উৎসাহ-উদ্দীপনায় কারওয়ান বাজারের ভিশন ২০২২ টাওয়ারের সম্মেলন কক্ষে চলছে বিআইজেএফ ২০২২-২৪ কার্যনির্বাহী কমিটির ভোটগ্রহণ।
শুক্রবার সকাল সাড়ে ৮টায় শুরুতে প্রার্থীদের সামনে স্বচ্ছ ব্যালট বাক্স দেখিয়ে ভোট কেন্দ্রের আচরনবিধি সম্পর্কে অবহিত করেন প্রধান নির্বাচন কমিশনাার আব্দুল্লাহ এইচ কাফি।
এসময় কমিশনের অপর দুই সদস্য পল্লব মোহাইমেন ও এ আর এম মাহমুদ হোসেন এবং আপিল বোর্ডের সদস্য সুমন ইসলাম উপস্থিত ছিলেন।
সকাল ৯টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ শেষ হবে বিকেল ৪টায়। কমিটির ৯টি পদের মধ্যে ব্যালটে পছন্দের ৪ জনকে ভোট দিচ্ছেন ভোটাররা। বাকি ৫ জনের কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় ব্যালটে তাদের নাম নেই।
নির্বাচন কমিশন সদস্য সচিব রাহিতুল ইসলাম জানান, মোট ৫৪ প্রার্থীর মধ্যে প্রথম ঘণ্টায় ১২টি ভোট পড়েছে।
ভোটে সভাপতি পদে মাসিক টেকওয়ার্ল্ড সম্পাদক নাজনীন নাহার, দৈনিক সমকাল এর সিনিয়র সাব এডিটর হাসান জাকির ও দৈনিক ইত্তেফাক এর আইসিটি পেজ ইনচার্জ মোজাহেদুল ইসলাম; যুগ্ম সাধারণ সম্পাদক প্রার্থী স্টেটমেন্ট ২৪.কম সম্পাদক রেজাউর রহমান রিজভী, দৈনিক নতুন সময় এর সাজেদুর রহমান ও বেস্টনিউজ ডটবিডি সম্পাদক হাসিব ইসতিয়াকুর রহমান; কোষাধ্যক্ষ পদে বিজটেক২৪ডটকম বিশেষ প্রতিনিধি সাইফুল ইসলাম, সাপ্তাহিক নলেজ টুডে সম্পাদক খন্দকার হাসান শাহরিয়ার; প্রকাশনা ও গবেষণা সম্পাদক ঢাকা মেইল এর ফিচার সম্পাদক আসাদুজ্জামান ও দৈনিক কালবেলার নিজস্ব প্রতিবেদক সোলায়মান হোসেন শাওন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
সহসভাপতি মাসিক কম্পিউটার বিচিত্রা প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী সম্পাদক ভূঁইয়া ইনাম লেনিন, সাধারণ সম্পাদক বার্তা ২৪ এর কন্সালটেন্ট এডিটর সাব্বিন হাসান, সাংগঠনিক সম্পাদক ঢাকা পোস্ট এর ফিচার এডিটর মোঃ আরিফুল ইসলাম, নির্বাহী সদস্য দৈনিক ডিজিটাল সময় এর এনামুল করিম ও ডিজিবাংলাটেক.নিউজ নির্বাহী সম্পাদক ইমদাদুল হক।