স্মার্ট সিটির দিকে এগুচ্ছে ঢাকা উত্তর সিটি করপোরেশন। এক্ষেত্রে নেয়া বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মোঃ আতিকুল ইসলাম জানিয়েছেন, নগর সেবা অনলাইনমুখী করতে অ্যাপের মাধ্যমে সেবা দেয়ার মাধ্যমে দীর্ঘ মেয়াদে কর আদায়ের কৌশলি উদ্যোগের কথা। একইসঙ্গে নিরাপত্তা ও স্বস্তিতে চলাচলে কিউআর কোড প্রযুক্তির ব্যবহার, পরিবেশ ও স্বাস্থ্য রক্ষায় ড্রোনের ব্যবাহারের মতো নানা উদ্যোগ।
তিনি বলেন, স্মার্ট সিটির কনসেপ্ট বাস্তবায়নে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এরইমধ্যে কাজ করা শুরু করেছে। এ লক্ষ্যে সবার ঢাকা অ্যাপ তৈরি করা হয়েছে, যার মাধ্যমে নাগরিকদের বিভিন্ন সমস্যা নিয়ে করা ১ লক্ষ ২৮ হাজার ৭৬৭টি অভিযোগ নিষ্পত্তি করা হয়েছে।
বিদ্যুৎ সাশ্রয়ে নেয়া পদক্ষেপের কথা তুলে ধরে উত্তরের নগর পিতা জানান, ডিএনসিসিতে ৪৮ হাজার স্মার্ট লাইট স্থাপন করা হয়েছে যা মোবাইল ফোন থেকেই নিয়ন্ত্রণ করা যায়। এসব লাইটের আলো প্রয়োজন অনুযায়ী নিয়ন্ত্রণ করে বিদ্যুৎ সাশ্রয় করা হচ্ছে।
তিনি আরো বলেন, অনলাইনে ট্যাক্স আদায় শুরু করা হয়েছে। সিটি কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের বায়োমেট্রিক হাজিরা, অনলাইনে ট্রেড লাইসেন্স এবং আইওটি এর মাধ্যমে ২,৩৫০টি স্থানে ডিজিটাল কার পার্কিংয়ের ব্যবস্থা করা হচ্ছে। সেখানে ২৭ হাজার গাড়ি পার্কিং করা যাবে। নাগরিক সেবার সকল কার্যক্রমকে পর্যায়ক্রমে আধুনিকীকরণ করা হচ্ছে।
পরিচ্ছন্না দেখভালে ড্রোনের ব্যবহারের কথা জানিয়ে আতিকুল ইসলাম বলেন, ড্রোনের মাধ্যমে ১ লক্ষ ২৮ হাজার বাসা-বাড়িকে সার্ভের আওতায় নিয়ে আসা হয়েছে। এরমধ্যে ২৮০০ ছাদে এডিসের লার্ভা পাওয়া গেছে। সেগুলো ধ্বংসও করা হয়েছে।
এছাড়াও প্রথম ধাপে নগরির ২৮ হাজার ৮০০ রিক্সাকে রিক্সাকে কিউআর কোড দিয়ে নিবন্ধনের আওতায় এনে চলমান ২ লাখ রিক্সাকেই একটি নিয়মের মাধ্যমে নিয়ে আসার পরিকল্পনা তুলে ধরেন তিনি। জানিয়েছেন তার এলাকায় এখন ৩৩৩ এর মাধ্যমে নাগরিকরা কোনো অভিযোগ করলে সাথে সাথে এর সামাধান পাচ্ছেন।