বুধবার (২৯ জুন) শুরু হচ্ছে অনলাইনে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বদলির পাইলটিং কার্যক্রম। সকাল সাড়ে ১০টায় গাজীপুরের কালিয়াকৈরে এই কার্যক্রম শুরু হবে। মঙ্গলবার (২৮ জুন) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন পাইলটিং কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। কালিয়াকৈর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে পাইলটিং শুরু হবে।
প্রসঙ্গত, অনলাইনে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বদলি শুরু করতে ২০২০ সাল থেকে বদলি কার্যক্রম বন্ধ রাখা হয়েছিল।