বাংলাদেশি মাল্টিন্যাশনাল ব্র্যান্ড ওয়ালটনের সিজন-১৪ এর আওতায় এখন পর্যন্ত ফ্রিজ কিনে ১০ লাখ করে টাকা পেয়েছেন ৬ ক্রেতা। এদের মধ্যে সর্বশেষ বিজয়ী হলেন কুমিল্লার মুরাদনগর উপজেলার খামারগ্রাম মসজিদের পেশ ইমাম মোহাম্মদ মান্নান।
অন্যরা হলেন- ময়মনসিংহের ফুলবাড়িয়ার মাদ্রাসা শিক্ষক আবুল হাসিম, নাটোরের বিরাহিমপুর জামে মসজিদের ইমাম মোহাম্মদ আব্দুর রাজ্জাক, গোপালগঞ্জের টুঙ্গিপাড়া কুশলী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ পারভেজ রেজা হোসেন, নাটোরের সিংড়া উপজেলার কৃষক জুয়েল রানা এবং শেরপুরের নালিতাবাড়ী উপজেলার বিশগিরিপাড়া গ্রামের কৃষক মো. রফিকুল ইসলাম।
এছাড়া, ১ লাখ টাকাসহ বিভিন্ন অংকের ক্যাশব্যাক পেয়েছেন অসংখ্য ক্রেতা। দেওয়া হয়েছে কোটি কোটি টাকার ওয়ালটন পণ্য ফ্রি।
সর্বশেষ বিজয়ী মোহাম্মদ মান্নানের হাতে শনিবার (১৪ মে, ২০২২) ১০ লাখ টাকার চেক তুলে দেন মুরাদনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুমাইয়া মোমিন এবং ওয়ালটনের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর জনপ্রিয় চিত্রনায়ক আমিন খান।
উপজেলার কোম্পানিগঞ্জ বাজারে ওয়ালটনের ডিস্ট্রিবিউটর শোরুম ‘সরকার এন্টারপ্রাইজ’ আয়োজিত এই অনুষ্ঠানে
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নবিপুর পুর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী আবুল খায়ের, চাপিতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সরকার এন্টারপ্রাইজের স্বত্তাধিকারী আবু মুসা আল কবির, ওয়ালটনের ডিভিশনাল সেলস ম্যানেজার মো. মশিউর রহমান, রিজিওনাল সেলস ম্যানেজার (কুমিল্লা জোন) মওদুদ পারভেজ মামুন এবং (ব্রাহ্মণবাড়িয়া জোন) মো. রায়হান আলী প্রমুখ।
প্রসঙ্গত, অনলাইন অটোমেশনের মাধ্যমে গ্রাহকদের আরও দ্রুত ও সর্বোত্তম বিক্রয়োত্তর সেবা দিতে সারা দেশে ডিজিটাল ক্যাম্পেইন চালাচ্ছে ওয়ালটন। ক্যাম্পেইনের মাধ্যমে রেজিস্ট্রেশন পদ্ধতিতে ক্রেতার নাম, মোবাইল নাম্বার এবং বিক্রি করা পণ্যের মডেল নম্বরসহ বিস্তারিত তথ্য ওয়ালটনের সার্ভারে সংরক্ষণ করা হচ্ছে। ফলে, ওয়ারেন্টি কার্ড হারিয়ে ফেললেও দেশের যেকোনো ওয়ালটন সার্ভিস সেন্টার থেকে দ্রুত সেবা পাচ্ছেন গ্রাহক। এ কার্যক্রমে ক্রেতাদের স্বতস্ফূর্ত অংশগ্রহণে উৎসাহিত করতে ক্যাম্পেইনের সিজন-১৪ এর আওতায় ১০ লাখ টাকা পর্যন্ত নিশ্চিত ক্যাশব্যাকসহ নানা সুবিধা দেওয়া হচ্ছে।