আজ বুধবার থেকে এক সপ্তাহ দেশজুড়ে ইন্টারনেটের গতিতে বিঘ্ন ঘটবে। দেশের প্রথম সাবমেরিন ক্যাবল লাইনে মেরামত কাজের জন্য দেশজুড়ে ইন্টারনেটের গতি কমতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেড (বিএসসিসিএল)।
অবশ্য এসময় এসইএ-এমই-ডাব্লিউই-৫ সাবমেরিন ক্যাবল ও আইটিসি অপারেটরের সার্কিটগুলি চালু থাকবে, ফলে খুব একটা অসুবিধা পোহাতে হবে না বলেও জানায় প্রতিষ্ঠানটি।
বিএসসিসিএল সূত্রে জানাগেছে, গত ২০ এপ্রিল থেকে ১ মে পর্যন্ত সাবমেরিন ক্যাবলের কক্সবাজার ল্যান্ডিং স্টেশনের টার্মিনেটেড রিপিটার প্রতিস্থাপনের কাজ চলার কথা ছিল। কিন্তু শক্তিশালী ঘূর্ণিঝড় ফণীর কারণে সেটি পিছিয়ে যায়। এই কাজটি এখন ৮ মে থেকে শুরু হচ্ছে। ফলে আগামী ৬ থেকে ৭ দিন সাবমেরিন কেবলের মাধ্যমে কক্সবাজার ল্যান্ডিং স্টেশনে টার্মিনেটেড সার্কিটগুলো বন্ধ থাকবে।
ইতোমধ্যে কক্সবাজার ল্যান্ডিং স্টেশন হতে প্রথম রিপিটার প্রতিস্থাপনের কাজ সফলভাবে শেষ হয়েছে বলেও জানায় বিএসসিসিএল।
সূত্রমতে, রক্ষণাবেক্ষণ কাজ চলাকালীন এসইএ-এমই-ডাব্লিউই-৫ এর মাধ্যমে অতিরিক্ত ব্যান্ডউইথের সংযোগ প্রদানের কাজ সম্পন্ন করায় আন্তর্জাতিক ভয়েস, ডেটা ও ইন্টারনেট সার্ভিসে উল্লেখযোগ্য কোনো সমস্যা হবে না।
ইন্টারনেট সমস্যা যাতে না হয় সে জন্য আইজিডাব্লিউ ও আইআইজি এবং অন্যান্য টেলিকম সংস্থাকে বিএসসিসিল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রেখে আন্তর্জাতিক সার্কিট চালু রাখার ব্যবস্থা গ্রহণ করতে অনুরোধও করেছেন বিএসসিসিএল’র ব্যবস্থাপনা পরিচালক মশিউর রহমান।