এক সময়ের উদ্যোক্তার শহর হিসেবে পরিচিত বন্দরনগরী চট্টগ্রামকে আবারও উদ্যোক্তাবান্ধব নগরীতে পরিণত করার আশাবাদ ব্যক্ত করেছেন চট্টগ্রামের নগর পিতা আ জ ম নাছির উদ্দীন।
নগরীর এন মোহাম্মদ কনভেনশন সেন্টারে শুরু হওয়া দু’দিনব্যাপী উদ্যোক্তা উৎসবের উদ্বোধন করতে এসে তিনি এসব কথা বলেন।
আগ্রাবাদে একটি সফটওয়্যার টেকনোলজি পার্ক ও কালুরঘাটে হাইটেক পার্ক গড়ে তোলা হচ্ছে জানিয়ে তিনি জানান তরুণদের সহায়তা দেওয়ার জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে।
বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন), ফেসবুকভিত্তিক গ্রুপ চাকরি খুঁজব না চাকরি দেব এবং আমরা চট্টগ্রামের আয়োজনে তৃতীয়বারের মতো শুরু হয়েছে আইপিডিসি চট্টগ্রাম উদ্যোক্তা উৎসব ২০১৯। উদ্বোধনী পর্বে আরও বক্তব্য রাখেন চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাহবুবুল আলম প্রমুখ।
চট্টগ্রামের তরুণ ও নবীন উদ্যোক্তাদের সঙ্গে প্রাজ্ঞ উদ্যোক্তাদের জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়, উদ্যোক্তার পথ চলার চ্যালেঞ্জ উত্তরণ এবং দেশে উদ্যোক্তাবান্ধব একটি পরিবেশ গড়ে তুলতে এই উৎসবের আয়োজন করা হয়েছে। এতে থাকছে ৮টি সেমিনার ও কর্মশালা। এছাড়া উদ্যোক্তা উৎসবে নির্বাচিত উদ্যোক্তারা বিনিয়োগকারীদের সামনে তাদের প্রস্তাব তুলে ধরারও সুযোগ পাবেন। বিভিন্ন কর্মশালা ও সেশনে ৩৫ জন উদ্যোক্তা, বিশেষজ্ঞ, পেশাজীবী ও শিক্ষাবিদ বক্তা ও প্যানেলিস্ট হিসাবে যোগ দেবেন।
৪ মে সন্ধ্যায় সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী।
আয়োজনের স্পন্সর আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড। সহযোগী পৃষ্ঠপোষক সহজ রাইড। ৩০টি উদ্যোগ এবারের উৎসবে নিজেদের পণ্য ও সেবা প্রদর্শন করছে।