হ্যাপি মেগা আওয়ার ক্যাম্পেইনে চমক দেখিয়েছে দেশীয় ই-কমার্স প্লাটফর্ম প্রিয়শপ ডটকম। শতাধিক ভেরিফাইড ভেন্ডরের ১৫০০ ধরনের পণ্যের পসরা সাজিয়ে তিন ঘণ্টায় ১০ হাজার ফরমাশ পেয়েছে বলে জানিয়েছেন প্রিয়শপ ডটকমের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আশিকুল আলম খান।
বৃহস্পতিবার রাত ৯ থেকে ১২ টায় পর্যন্ত ‘মেগা হ্যাপি আওয়ার’ ক্যাম্পেইন পরিচালনা করে প্রিয়শপ। ক্যাম্পেইনে মূল্যছাড়, ফ্রি ডেলিভারি ও বিকাশ বা ক্রেডিট কার্ডের ক্যাশব্যাক অফার দেয়। অফারে ১৫০০ ধরনের পণ্যে ডিসকাউন্ট সুবিধা দেয় শতাধিক ভেরিফাইড ভেন্ডর।
প্রিয়শপ ডটকমের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আশিকুল আলম খান বলেন, গ্রাহকদের অনলাইন কেনাকাটায় উৎসাহীত করতে এবং ভেন্ডরদের বিক্রি বাড়াতে আমরা হ্যাপি আওয়ার চালু করি। এসময় সেখানেই তিন ঘণ্টায় ১০ হাজার অর্ডার হয়েছে। এতে গ্রাহক-বিক্রেতা সবাই উপকৃত হয়েছেন।