দ্বিতীয়বারের মতো আগামী ১০ই অক্টোবর শুরু হচ্ছে অনলাইন শপিং উৎসব। দেশের ২০টি শীর্ষস্থানীয় দেশীয় ই-কমার্স প্রতিষ্ঠান যৌথ আয়োজনে ১০ থেকে ২০ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিত হবে এই ‘টেন টু টেন’ অনলাইন মেগা শপিং ফেস্টিভ্যাল। বিভিন্ন প্রোডাক্ট ই-কমার্সের পাশাপাশি এবারে এই আয়োজনে যোগ দিয়েছে বিভিন্ন সার্ভিস বা সেবা প্রদানকারী অনলাইন প্রতিষ্ঠান।
সোমবার (৭ অক্টোবর) রাজধানীর কারওয়ান বাজারের বিডিবিএল ভবনের বেসিস মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেয়া হয়। সারা দেশে অনলাইন কেনাকাটা জনপ্রিয় করা এবং ভোক্তাদের মানসম্মত ও বিশ্বাসযোগ্য সেবা প্রদানের ব্যাপারে সকলের মধ্যে সচেতনতা বাড়াতে এই উৎসবের আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা।
উৎসবে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর পক্ষে সংবাদ সম্মেলনের শুরুতে আয়োজনের বিস্তারিত জানান ক্যাম্পেইনের আহ্বায়ক আজকের ডিলের প্রধান নির্বাহী কর্মকর্তা ফাহিম মাসরুর।
সংবদ সম্মেলনে জানানো হয়, অংশগ্রহণকারী ই-কমার্স কোম্পানিগুলো এবারের উৎসবে দিবে ৬০% পর্যন্ত ছাড় ও সারাদেশে ফ্রি ডেলিভারি সুবিধা দেবে। এছাড়াও বিকাশের মাধ্যমে পেমেন্ট করলে থাকছে ১০-১৫% পর্যন্ত ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। মাস্টারকার্ডের সৌজন্যে থাকছে সিঙ্গাপুর, ব্যাংকক ও কলকাতা যাবার প্যাকেজসহ বিমান টিকিট!
মেলা চলাকালে যারাই পণ্য কিনবেন তাদের জন্য সব মিলিয়ে ৫০০ ফ্রি গিফট ও ভাউচার দিবে ২০টি প্রতিষ্ঠান। অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো হলো- রকমারি, আজকের ডিল, পিকাবু, বাগডুম, প্রিয়শপ, স্টাইলাইন, দিমল, সাজগোজ, ডেলিগ্রাম, লেইসফিতা, রমনী, দিনরাত্রি, ডায়াবেটিস স্টোর, ট্রাকলাকবে, সেবাএক্সওয়াইজেড, এক্সট্র, স্টাইজেন গিফ্ট, হ্যান্ডিমামা ও গো জায়ান।
সংবাদ সম্মেলনে প্রিয় শপের ব্র্যান্ড ও কনটেন্ট বিভাগের প্রধান তুসিন আহমেদ,এক্সট্রার প্রধান নির্বাহী মঞ্জুরুল আলম, ডেলিগ্রামের প্রধান নির্বাহী কর্মকর্তা ওয়ায়েজ রহিমসহ অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।