ইন্টারনেটের মাধ্যমে কথা বলার সুবিধা প্রদানকারী (ভিএসপি’র) ১২৪টি প্রতিষ্ঠানকে অবৈধ ঘোষণা করেছে। এসব প্রতিষ্ঠান থেকে সেবাদানে বিরত থাকার নির্দেশও দেয়া হয়েছে। নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি’র কর্তৃক অবৈধ হিসেবে চিহ্নিত এসব প্রতিষ্ঠান থেকে সেবা নেওয়াটা এখন আইন পরিপন্থী হিসেবে বিবেচিত। জেনে নিন কোন কোন প্রতিষ্ঠান থেকে ভিওআইপি সেবা নেয়া যাবে না।
বাতিল হওয়া লাইসেন্স তালিকা
কন ভয়েস লিমিটেড, কমিউনিকেশ ওয়ান (প্রা:) লিমিটেড, আইকল (বিডি প্রা:) লিমিটেড, এ টেল কমিউনিকেশনস, স্মার্ট ভয়েস টেলিকম, বেজ ফ্যাশনস লিমিটেড, জায়ানটেক্স লিমিটেড, মায়শা ট্রেডার্স, নাহিয়ান টেলিকমিউনিকেশন, এসএস এন্টারপ্রাইজ, ফাহাদ কমিউনিকেশন, কেআরসি টেকনোলোজিস, আইএস প্রোস লিমিটেড, সামার সিএনজি অ্যান্ড কনভারসেশন লিমিটেড, ইনু আইটি, রাজেন টেলিকম, ইসলাম টেলিকম, ভোনজার, বিজনেস ট্রেড সিন্ডিকেট লিমিটেড, কানেক্ট এশিয়া লিমিটেড, স্কাই রোড, ইজি ট্রেড লিংক, আডিয়া নেটওয়ার্কস অ্যান্ড কমিউনিকেশন লিমিটেড, অ্যারে সল্যুশন, এনকেএন কমিউনিকেশন, মেমরি ইনফরমেশন টেকনোলোজি, টেলিকম এশিয়া বিডি লিমিটেড, রিফলেক্ট ভয়েস লিমিটেড, ইউনিটেল টেকনলোজিস লিঃ, বহ্নি ইন্টারন্যাশনাল লিমিটেড, আইগেট কমিউনিকেশন, হুসাইন এন্টারপ্রাইজ, বেজ টেকনোলোজিস, ইটুই সল্যুশন লিঃ, এসএ কমিউনিকেশনস, গোল্ড ডাস্ট ইন্টারন্যাশনাল লিঃ, গোলা কমিউনিকেশন লিঃ, ভার্টেক্স লিঙ্কার্স, স্পন্দন পাওয়ার অ্যান্ড এনার্জি লিঃ, নেস্ট এন্টারপ্রাইজ, লেটেস্ট কমিউনিকেশন, শাদ টেলিকমিউনিকেশন, রয়েল টেলিকম, মামুন ট্রেডার্স, এম্পাথি ট্রেডিং, ডেভেলপমেন্ট ডিজাইন কনসালট্যান্টস লিঃ, ওয়াসো ইঞ্জিনিয়ার্স অ্যান্ড কনসালট্যান্টস লিঃ, নাভানা ট্রেড ইন্টারন্যাশনাল, ফ্যাকসন টেলিকম লিঃ, ডট কমিউনিকেশন সিস্টেম, সামান্তা ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনসট্রকশন, এসকে ট্রেড ইন্টারন্যাশনাল, ব্রাদার্স ইন্টারন্যাশনাল, শমসের করপোরেশন, এলান কমিউনিকেশন, বিডিটি ওয়ান ইনফোকম, এসএমএ টেকনোলোজিস, আলতাফ আইটি সল্যুশন, এলিট টেলিকম, সিনহা ফ্যাশন, কানেক্ট বিডি লিঃ, ইউনিক আইটি, ইনফোটেক আইটি, এপিটি টেলিকম, লিঙ্ক টেল, জেন আইটি,সোভা কন্সট্রাকশন, অ্যানেক্স এজেন্সি, পলিকম কমিউনিকেশন, জেড অ্যান্ড জেড অ্যাসোসিয়েটস, এসএইচ অ্যাগ্রো অ্যান্ড কোম্পানি লিঃ, মোসর্স আনন্দলাল সমাদ্দার, বেস টেক্সটাইলস লিঃ, আকাশ সিএনজি ফিলিং লিঃ, বেজ পেপার্স লিঃ, প্রোমোদা টেক্সটাইলস লিঃ, ইমপ্রেস টেলিকম, বাংলা ভয়েস নেটওয়ার্কস লিঃ, হক’স আইটি, সম্পর্ক শক্তি, রোজা টেলিকম, ভিস আ ভিস টেলিকমিউনিকেশনস, এবি টেকনোলোজিস, আলোহা লিমিটেড, নূরই বদর টেলিকম, ভিসতা এক্সপোর্ট ইম্পোর্ট ট্রেডিং কোম্পানি, নাজমুস সাদাত টেলিকম, এসআর কমিউনিকেশনস, এসএম কমিউনিকেশন, গেটওয়ে টেলিকম, সেফটক টেলিকম, নিওয়েল টেকনোলোজিস, ল্যাব এইড লিঃ, ল্যাবএইড প্রোপার্টিজ লিঃ, জিপিআই এশিয়া টেল, এমএস নাহার ট্রেডিং, ডিজিটাল ওয়ার্ল্ড, কনফিসেম এজেন্সিস লিঃ, ফাইভ স্টার টেলিকম, এস অ্যান্ড এস অ্যাসোসিয়েটস, শাশা টেলিকম, সিকদার মেটাল প্রোডাক্ট অ্যান্ড আইসিটি কমিউনিকেশন, থিয়েন চিং গ্লোবাল ট্রেডার্স লিঃ, বিজয় কমিউনিকেশনস, টেকসোর্স লিঃ, মেসার্স মুন্সি টেলিকম, বেক্স বাই ট্রেডিং, এসএএসএ এন্টারপ্রাইজ, বিসমিল্লাহ টেকনোলোজিস, রহমান টেলিকম, ফ্যাশন ট্রেক লিঃ, খাওজা আইটি, বারবারি টেলিকম, ইনফোকম লিঃ, ন্যাশন কমিউনিকেশন, জামান ট্রেড ইন্টারন্যাশনাল, আনওয়ার এন্টারপ্রাইজ, ইমতিয়াজ কমিউনিকেশন, কন্সাল্টিং অ্যালায়েন্স বাংলাদেশ লিঃ, অরবিট, সালেহা মফিজ অ্যান্ড সন্স, স্মুথ কমিউনিকেশন এবং এমআর বিজনেস সেন্টার।