দর্শক হারাতে পারে ভিডিও স্ট্রিমিংয়ে শীর্ষ সেবাদাতা নেটফ্লিক্স। কেননা, প্লাটফর্মটির বিভিন্ন শেয়ার করা অ্যাকাউন্টের ওপর নেমে আসছে বহুল আলোচিত ক্র্যাকডাউনের খড়্গ।
লাতিন আমেরিকায় সীমিত পরিসরে পরীক্ষা চালানোর পর নেটফ্লিক্স বলেছে, এই নিষেধাজ্ঞা এখন ‘আরও বিস্তৃত পরিসরে’ চালু হবে। সর্বশেষ আর্থিক হিসাবের সঙ্গে এই ঘোষণা দিয়েছে নেটফ্লিক্স।
ব্রিটিশ দৈনিক ইন্ডিপেন্ডেন্টের প্রতিবেদন বলছে, নেটফ্লিক্স এখন বিভিন্ন নতুন ফিচার যোগ করবে, যা ব্যবহারকারীর অ্যাকাউন্ট শেয়ারিংয়ে নিষেধাজ্ঞার পাশাপাশি এ ধরনের কার্যক্রম চালানো লোকজন খুঁজে বের করার চেষ্টা করবে। এই ফিচারের মাধ্যমে কোনো ব্যবহারকারীর অ্যাকাউন্ট শেয়ারের ঘটনা শনাক্ত হলে তার লগ ইন ব্যবস্থা বন্ধ হয়ে যাবে ও এর পরিবর্তে সেবাটি তাকে নিজস্ব অ্যাকাউন্টের মাধ্যমে অর্থ প্রদানের পরামর্শ দেবে।
শেয়ার করা অ্যাকাউন্ট ব্যবহারকারীদের লক্ষ্য করে বানানো বিভিন্ন বিশেষ ফিচারের বেলাতেও এমনই ঘটবে। এর উদাহরণ হিসেবে ধরা যায়, কোনো প্রোফাইলকে নিজস্ব অ্যাকাউন্টে স্থানান্তরের অপশন।
অ্যাকাউন্ট ব্যবহারকারীরা আলাদা থাকেন, এমন পরিস্থিতিতে কোনো কোনো দেশে অতিরিক্ত আর্থিক ফি’র বিনিময়ে শেয়ার করা অ্যাকাউন্ট চালু রাখার অনুমতি দেবে নেটফ্লিক্স।
অবশ্য তুলনামূলক কঠিন এক সময়ের পর প্ল্যাটফর্মটি পুনরায় অগ্রগতির দিকে এগোনোর খবরও এসেছে ওই আর্থিক হিসাবে। ওই অগ্রগতির একটি কারণ হতে পারে নতুন ও তুলনামূলক সাশ্রয়ী বিজ্ঞাপন-মুক্ত প্যাকেজ, সেই সঙ্গে পাসওয়ার্ড শেয়ারিং নিষেধাজ্ঞার হুমকি।
তবে সময় বাড়ার সঙ্গে সঙ্গে কিছু সংখ্যক অ্যাকাউন্ট ফিরে আসবে ও তাদের এই কার্যক্রমে ভূমিকা রাখবে বলে মনে করছে স্ট্রিমিং সেবাদাতা প্রতিষ্ঠানটি।