আগামী ১ ফেব্রুয়ারি স্যামসাং গ্যালাক্সি এস২৩ স্মার্টফোন সিরিজ উন্মোচনের কথা রয়েছে। এই লাইনআপটি উন্মোচনের আগেই দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি জায়ান্টটি আনুষ্ঠানিকভাবে তাদের নতুন ২০০ মেগাপিক্সেলের আইএসওসেল এইচপি২ ক্যামেরা সেন্সর উন্মোচন করেছে। পরবর্তী প্রজন্মের একাধিক প্রিমিয়াম স্মার্টফোনে তাদের এই নতুন মোবাইল ক্যামেরা সেন্সর দেখা যাবে বলে জানিয়েছে স্যামসাং।
এক্ষেত্রে, আসন্ন গ্যালাক্সি এস২৩ আল্ট্রা স্মার্টফোনে নতুন এই সেন্সর ব্যবহার করা হতে পারে। স্যামসাং ইতিমধ্যেই নতুন সেন্সরটি পুরোদমে উৎপাদনের কাজ শুরু করেছে। ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা সেন্সরটি সামনে উন্মোচিত হতে যাওয়া প্রিমিয়াম ডিভাইসে ব্যবহৃত হতে পারে। এই তালিকায় পরবর্তী প্রজন্মের গ্যালাক্সি জেড ফোল্ড সিরিজের স্মার্টফোনও থাকতে পারে।
এক ব্লগ পোস্টে স্যামসাং জানিয়েছে, আইএসওসেল এইচপি২ সেন্সরটি ২০০ মিলিয়ন ০.৬-মাইক্রোমিটার পিক্সেলে ১/১.৩-ইঞ্চির অপটিক্যাল ফরম্যাটে এসেছে। এমন আকারের সেন্সর গ্যালাক্সি এস২২ আল্ট্রা এবং এস২১ আল্ট্রাসহ একাধিক ১০৮-মেগাপিক্সেল ক্যামেরার সাথে আসা স্মার্টফোনেও ব্যবহার করা হয়েছে।
যাইহোক, যেহেতু পূর্বসূরি আইএসওসেল এইচপি১ ও উত্তরসূরি সেন্সরের আকার কমবেশি এক সমান, সেহেতু হাই-রেজ্যুলিউশনের ছবি তোলার জন্য স্যামসাং হয়তো অ্যাডভান্স কম্পিউটেশনাল ফটোগ্রাফি প্রযুক্তি ব্যবহার করবে।
ডিবিটেক/বিএমটি