সিয়াটলের পাবলিক স্কুল ডিস্ট্রিক্ট সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটক, ইনস্টাগ্রাম, ফেসবুক, ইউটিউব এবং স্ন্যাপচ্যাটের বিরুদ্ধে মামলা করেছে। তরুণ-তরুণীদের মানসিক স্বাস্থ্য সংকটের জন্য দায়ী করে এই মামলা করা হয়। খবর রয়টার্স।
মার্কিন আদালতে দায়ের করা ৯১ পৃষ্ঠার মামলার অভিযোগে বলা হয়, সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো শিশুদের লক্ষ্য করে তাদের বিভিন্ন পণ্য বা সেবাকে সাজায়। ফলে তারা এসব প্ল্যাটফর্মে আসক্ত হয়ে পড়ে।
উদ্বেগ, বিষণ্ণতা, বিশৃঙ্খল হওয়া এবং সাইবার বুলিংসহ মানসিক স্বাস্থ্য এবং আচরণগত ব্যাধির জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো দায়ী। এটি শিক্ষার্থীদের পড়াশোনাকে কঠিন করে ফেলে।
এ বিষয়ে গুগল, ফেসবুক এবং স্ন্যাপ আলাদাভাবে জানিয়েছে তারা তরুণদের সুরক্ষার জন্য বহু টুলস ডেভেলপ করেছে। আগামীতেও সবার সাথে এ বিষয়ে কাজ করবে তারা।
ডিবিটেক/বিএমটি