চার কর্মীকে ছাঁটাই করেছে টিকটকের মালিকানা প্রতিষ্ঠান বাইটড্যান্স। দুই মার্কিন সাংবাদিকের ব্যক্তিগত গোপন তথ্যে অনধিকার প্রবেশ করার অভিযোগে তাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে। টিকটকের মুখপাত্র ব্রুক ওবারওয়েটারের বরাত দিয়ে এই খবর জানিয়েছে সিএনএন।
টিকটক ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য সংরক্ষণ ও চীন সরকারের সাথে যোগসাজশ নিয়ে বিতর্কের মধ্যেই চার কর্মীকে চাকরিচ্যুত করেছে শর্ট ভিডিও প্ল্যাটফর্মটি।
বাইটড্যান্স জানিয়েছে, নিজস্ব কোনো কর্মী সংবাদকর্মীদের তথ্য সরবরাহ করছে কি না, সে বিষয়ে অনুসন্ধান চালাচ্ছিলেন বাইটড্যান্সের ওই কর্মীরা। ওই অনুসন্ধান প্রক্রিয়ার অংশ হিসেবেই ফাইন্যান্সিয়াল টাইমস এবং বাজফিডের দুই সংবাদকর্মীর ব্যক্তিগত ও গোপন ডেটায় অনধিকার প্রবেশ করেন তারা।
বাইটড্যান্স কর্মীদের এই অনধিকার চর্চার বিষয়টি ধরা পড়েছে একটি আইনি সেবাদাতা প্রতিষ্ঠানের তদন্তে। ছাঁটাইকৃত কর্মীদের মধ্যে দুজন যুক্তরাষ্ট্রের এবং দুজন চীনের বলে জানিয়েছে সিএনএন।
ডিবিটেক/বিএমটি