উইন্ডোজ অপারেটিং সিস্টেমে ওয়ার্ড, এক্সেল, পাওয়ারপয়েন্ট ও আউটলুকের মতো বিভিন্ন অ্যাপের অস্তিত্ব এখনও রয়েছে। কিন্তু এই ব্র্যান্ডের নাম ‘অফিস’ থেকে বদলে ‘মাইক্রোসফট ৩৬৫’ রাখার সিদ্ধান্ত নিয়েছে মাইক্রোসফট করপোরশন। তবে এক্সেলসহ অন্যান্য অফিস অ্যাপের স্থায়ী লাইসেন্স করা সংস্করণ এখনও বিক্রি হবে ‘অফিস ২০২১’ নামে।
১৯৯০ সালে প্রথম চালু হয় মাইক্রোসফট অফিস। উইন্ডোজের পর এটিই সম্ভবত জনসাধারণের সবচেয়ে বেশি ব্যবহৃত মাইক্রোসফট সল্যুশন। আর উন্মোচনের ৩২ বছর পর মাইক্রোসফট অফিস নিচ্ছে নতুন নাম। নভেম্বর থেকে প্রথমে এই পরিবর্তন আসবে ‘অফিস ডটকমের’ বিভিন্ন অনলাইন অ্যাপে। ২০২৩ সালের জানুয়ারিতে একই পথ অনুসরণ করবে উইন্ডোজ ১০, ১১ এবং আইওএস ও অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে থাকা বিভিন্ন ‘অফিস’ অ্যাপ।
ওই আপডেটের পর নতুন লোগোসহ অ্যাপগুলার নাম বদলে যাবে ‘মাইক্রোসফট ৩৬৫’ নামে। এখনও দেখতে অনেকটা ইংরেজি অক্ষর ‘O (ও)’র মতো হলেও, অফিসের লোগো থেকে এর চেহারাও হবে কিছুটা ভিন্ন।
‘মাইক্রোসফট’ নাম যোগ করা সবশেষ মাইক্রোসফট সল্যুশন অফিস। প্ল্যাটফর্মটির ম্যালওয়্যার স্ক্যানার ‘উইন্ডোজ ডিফেন্ডারের’ নাম বদলে ‘মাইক্রোসফট ডিফেন্ডার’ হয়েছে ২০১৯ সালের মাঝামাঝিতে। সেই বদলের মেলায় যোগ হয়েছে মাইক্রোসফট-ব্রান্ডেড আটটি সল্যুশনের নাম- মাইক্রোসফট থ্রেট প্রোটেকশন নাম বদলে হবে মাইক্রোসফট ৩৬৫ ডিফেন্ডার। মাইক্রোসফট ডিফেন্ডার অ্যাডভান্সড থ্রেট প্রোটেকশন নাম বদলে হবে মাইক্রোসফট ডিফেন্ডার ফর এন্ডপয়েন্ট।অফিস ৩৬৫ অ্যাডভান্সড থ্রেট প্রোটেকশন নাম বদলে হবে মাইক্রোসফট ডিফেন্ডার ফর অফিস ৩৬৫।মাইক্রোসফট ক্লাউড অ্যাপ সিকিউরিটি নাম বদলে হবে মাইক্রোসফট ডিফেন্ডার ফর ক্লাউড অ্যাপস। অ্যাজিওর অ্যাডভান্সড থ্রেট প্রোটেকশন নাম বদলে হবে মাইক্রোসফট ডিফেন্ডার ফর আইডেন্টিটি। অ্যাজিওর সিকিউরিটি সেন্টার/ অ্যাজিওর ডিফেন্ডার নাম বদলে হবে মাইক্রোসফট ডিফেন্ডার ফর ক্লাউড। অ্যাজিওর ডিফেন্ডার ফর আইওটি নাম বদলে হবে মাইক্রোসফট ডিফেন্ডার ফর আইওটি। অ্যাজিওর সেন্টিনেল নাম বদলে হবে মাইক্রোসফট সেন্টিনেল।
তবে উইন্ডোজ ও এক্সবক্স নাম দুটি থাকছে অপরিবর্তিত।