আগামী শনিবার, ৩ সেপ্টেম্বর স্থানীয় সময় দুপুর ২টা ১৭ মিনিটে স্পেস লঞ্চ সিস্টেম (এসএলএস) আর্টিমেস-১ কে আবারও উৎক্ষেপণের চেষ্টা করবে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা (নাসা)।
সংস্থাটির পক্ষ থেকে এক বিবৃতিতে নতুন এই সময় নির্ধারণ করা হয়েছে। এর আগে গত সোমবার স্থানীয় সময় সকাল ৮ টা ৩৩ মিনিটে এসএলএস উৎক্ষেপণের চেষ্টা করেছিল নাসা। উৎক্ষেপণের ৪০ মিনিট আগে রকেটের ৪টি আরএস-টুয়েন্টিফাইভ ইঞ্জিনের একটিতে সমস্যা দেখা দেয়ায় উৎক্ষেপণ প্রচেষ্টা স্থগিত করে দেয়া হয়।
২০২৫ সালের মধ্যে চাঁদে ফিরতে চায় নাসা। এসএলএসের পরীক্ষামূলক কার্যক্রম জোরদার করতে আর্টেমিসটি উৎক্ষেপণ করতে চায় সংস্থাটি। আশা করা হচ্ছে, মোট দুই ধাপে পরীক্ষামূলক উৎক্ষেপণের পর তৃতীয় ধাপে নভোচারী নিয়ে যাবে এসএলএস।
যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে জানানো হয়েছে, এবার সেখানে ঘুরে আসতে নয়, স্থায়ীভাবে থাকতে চায় তারা। প্রথমবারের মতো এই মিশনে চাঁদের বুকে পা রাখবেন একজন নারী নভোচারী। এর আগে অ্যাপোলো মিশনগুলোতে কোনো নারীকে পাঠানো হয়নি।
আগের চন্দ্রাভিযানের নামকরণ করা হয়েছিল গ্রিক চন্দ্রদেবতা অ্যাপোলোর নামানুসারে। এবার যেহেতু চাঁদে প্রথম নারীর পদচিহ্ন পড়তে যাচ্ছে, তাই অ্যাপোলোরই যমজ বোন আর্টেমিসের নামে এই মিশনের নামকরণ করা হয়েছে।
১৯৬৯ সালে অ্যাপোলো-১১ দিয়ে শুরু হওয়া পাঁচটি মিশনে মোট ১০ জন নভোচারী চাঁদের বুকে হেঁটেছেন।