গত মে মাসে টিকটকের মালিকানা প্রতিষ্ঠান বাইটড্যান্স যুক্তরাষ্ট্রের পেটেন্ট ও ট্রেডমার্ক অফিসে ‘টিকটক মিউজিক’ নামে ট্রেডমার্কের জন্য আবেদন করেছিলো। সঙ্গীত নিয়ে এক ধরনের অ্যাপ তৈরির কাজ করছে টিকটক তেমনই ধারণা করা হচ্ছে। খবর দ্য ভার্জ।
টিকটকের নতুন এই পেটেন্ট ফাইলিংয়ের তথ্যানুযায়ী, টিকটক মিউজিক সেবার মাধ্যমে ব্যবহারকারীরা সঙ্গীত কেনা, বাজানো, শেয়ার ও ডাউনলোডের পাবেন বলে জানা গেছে। এছাড়া প্লেলিস্ট তৈরি, শেয়ার ও পরামর্শের পাশাপাশি মিউজিক, লাইভস্ট্রিম অডিও ও ভিডিওতে মন্তব্যের অনুমতি দেবে সেবাটি।
গত বছরের নভেম্বরে অস্ট্রেলিয়ায়ও ‘টিকটক মিউজিক’ ট্রেডমার্কের আবেদন করেছিলো বাইটড্যান্স। ২০২০ সালে ভারত, ব্রাজিল এবং ইন্দোনেশিয়ায় ‘রেসো’ নামে একটি মিউজিক স্ট্রিমিং অ্যাপও চালু করেছিলো বাইটড্যান্স। ফলে মিউজিক স্ট্রিমিং নিয়ে টিকটকের পূর্ব অভিজ্ঞতা রয়েছে।
দ্য ইনফরমেশনের এক প্রতিবেদন অনুযায়ী, ব্রাজিলের টিকটক অ্যাপে একটি বাটন রয়েছে, যা ব্যবহারকারীকে রেসো অ্যাপে নিয়ে যায় ও সেখান থেকে তারা পছন্দের গানের পুরো সংস্করণটি শুনতে পারেন। ব্যবহারকারীদের বাইটড্যান্স ইকোসিস্টেমের মধ্যেই থাকতে সাহায্য করে এই ফিচার।
২০২১ সালের নভেম্বর মাস থেকে ভারত, ব্রাজিল ও ইন্দোনেশিয়া জুড়ে চার কোটিরও বেশি মাসিক ব্যবহারকারী এসেছে রেসো অ্যাপে। এই সংখ্যা সামনে আরও বাড়ার সম্ভাবনা রয়েছে।
ডিবিটেক/বিএমটি