লিবরা নামে নতুন ক্রিপ্টোকারেন্সি আনার ঘোষণা দিয়েছে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। মঙ্গলবার সোশ্যাল নেটওয়াকিংয়ের বাইরে ই-কমার্স ও গ্লোবাল পেমেন্ট খাতে প্রবেশের জন্য নতুন এই উদ্যোগের ঘোষণা দেন ফেসবুকের প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জুকারবার্গ।
আগামী বছরের প্রথমার্ধেই নতুন ডিজিটাল কয়েন আনার জন্য ইতিমধ্যেই জেনেভা-ভিত্তিক লিবরা অ্যাসোসিয়েশনের সাথে ফেসবুক ও ২৮টি সংগঠন যুক্ত হয়েছে। মার্কেটিং ম্যাটেরিয়ালস ও সাক্ষাতকার থেকে এই তথ্য জানা গেছে।
ফেসবুক ইতিমধ্যেই ক্যালিবরা নামে নতুন অঙ্গসংগঠন প্রতিষ্ঠা করেছে, যেটি ডিজিটাল ওয়ালেটে লিবরা সংরক্ষণ, পাঠানো এবং খরচের সুবিধা দেবে। ফেসবুকের মেসেজিং প্লাটফর্ম মেসেঞ্জার এবং হোয়াটসঅ্যাপের সাথে এই ক্যালিবরাকে সংযুক্ত করা হবে, যেখানে ইতিমধ্যেই শত কোটি গ্রাহক রয়েছে।
শুধু গ্রাহক ও ব্যবসায়ীদের মধ্যে লেনদেন নয়, প্রথমবারের মতো ব্যাংকিং সুবিধার বাইরের লোকদেরকেও আর্থিক সেবা দেবে ফেসবুক।
ডিবিটেক/বিএমটি