আগে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের পাসওয়ার্ড ভুলে গেলে, অ্যাকাউন্ট হ্যাক কিংবা অন্য কোনো কারণে লকড হয়ে গেলে ইনস্টাগ্রামের সিকিউরিটি টিমকে স্পেসিফিক ভেরিফিকেশন ইমেইল করতে হতো। ফলে অনেকটাই কঠিন ছিলো প্রক্রিয়াটি।
তবে, এবার সহজেই লকড হওয়া কিংবা হ্যাকড হওয়া অ্যাকাউন্ট ফেরত পাওয়া যাবে। এ বিষয়ে নতুন পদ্ধতির পরীক্ষা চালাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমটি।
ইন-অ্যাপ ফাংশনের মাধ্যমেই অ্যাকাউন্টের সাথে সংযুক্ত যোগাযোগের তথ্য দিয়ে সাবমিট করলে ব্যবহারকারী একটি অ্যাক্সেস কোড পাবেন। এমনকি হ্যাকড হওয়া অ্যাকাউন্টের তথ্য পাল্টে ফেললেও প্রকৃত ব্যবহারকারী এই কোডটি পাবেন। এই অ্যাক্সেস কোড প্রবেশের মাধ্যমে অ্যাকাউন্টটি ফেরত পাওয়া যাবে।
ফেসবুকের মালিকানাধীন ইনস্টাগ্রাম একইসাথে ইউজার নেইম পরিবর্তনের ক্ষেত্রে ‘টাইম ডিলে’ অর্থাৎ দেরিতে কার্যকর হওয়ার বিষয়টি ঘোষণা করেছে। ফলে অন্য কেউ সেটি পরিবর্তন করলে সেটি পুরোপুরি পরিবর্তনের আগেই ব্যবহারকারী জানতে পারবেন। সকল অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য ফিচারটি উন্মুক্ত করা হয়েছে।
ডিবিটেক/বিএমটি