সম্প্রতি ইনস্টাগ্রামে প্রকাশিত মার্ক জুকারবার্গের ম্যানিপুলেটেড ভিডিও সরানোর বিষয়ে অস্বীকৃতি জানিয়েছে শীর্ষ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। ১৬ সেকেন্ডের এই ভিডিও ক্লিপটি ‘ডিপফেইক’, যা এআই সফটওয়্যার দিয়ে তৈরি করা হয়েছে।
মূলত কোনো ব্যক্তির ছবি ব্যবহার করে বিভিন্ন অ্যাকশনের মাধ্যমে ভিডিও তৈরি করা হয়। আগামীতে মেশিন লার্নিং সফটওয়্যারের মাধ্যমে ফেসবুক থেকে ক্ষতিকর ভিডিও সনাক্ত ও মুছে ফেলার জন্যই এই প্রযুক্তি নিয়ে কাজ করছে প্রতিষ্ঠানটি।
এর আগে যুক্তরাষ্ট্রের হাউজ স্পিকার ন্যান্সি পেলোসির ভিডিও মুছে না ফেলায় ফেসবুক সমালোচনার শিকার হয়।
ডিবিটেক/বিএমটি