আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স গবেষণা প্রতিষ্ঠান ডিপমাইন্ডের সহ-প্রতিষ্ঠাতা মোস্তফা সুলাইমান গুগল থেকে অব্যহতি নিয়েছেন। তিনি ভেঞ্চার ক্যাপিটাল প্রতিষ্ঠান গ্রেলক পার্টনারসে যোগদান করবেন বলে জানা গেছে। খবর এনগ্যাজেট।
সুলাইমান প্রায় আট বছর প্রযুক্তি জায়ান্টটিতে দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ তিনি কোম্পানির এআই পণ্য ব্যবস্থা ও নীতিমালা বিভাগের ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
২০১৪ সালে গুগল যখন ডিপমাইন্ড কিনে নেয় তখন তিনি গুগলে যোগদান করেন। পরবর্তীতে তিনি হেড অব অ্যাপ্লায়েড এআই হন। ২০১৯ সালে তিনি কর্মীদের বুলিংয়ের অভিযোগ মাথায় নিয়ে প্রশাসনিক ছুটি নেন। ঐ বছরের শেষের দিকে তিনি পুনরায় দায়িত্বে আসেন।
যুক্তরাষ্ট্রের ডিফেন্স ডিপার্টমেন্টের সাথে গুগলের এআই অধ্যায়ের নানা জটিলতা দূরীকরণে যারা অগ্রণী ভূমিকা রেখেছেন সুলাইমান তার মধ্যে অন্যতম।
ডিবিটেক/বিএমটি