অতিরিক্ত চার্জের কারণে যুক্তরাজ্যের ভিসা ক্রেডিট কার্ড গ্রহণ না করার ঘোষণা দেয়ার পর এবার যুক্তরাষ্ট্র থেকেও অংশীদার হিসেবে ভিসাকে বাদ দেয়ার বিষয়টি বিবেচনা করছে অ্যামাজন। আর এটি বাস্তবায়ন হলে গ্রাহকরা উভয় দেশের ভিসা ক্রেডিট কার্ড দিয়ে অ্যামাজনের পণ্য বা সেবা কিনতে পারবেন না। খবর রয়টার্স।
ই-কমার্স জায়ান্টটি ইতিমধ্যেই মাস্টারকার্ড, আমেরিকান এক্সপ্রেস এবং ভিসাসহ বেশকিছু পেমেন্ট নেটওয়ার্কের সাথে কথা বলেছে। আলোচনায় তারা কো-ব্র্যান্ডেড ক্রেডিট কার্ড চুক্তি পুন:বিবেচনা করছেন বলে অ্যামাজনের একজন মুখপাত্র জানিয়েছেন।
ভিসা তাদের কো-ব্র্যান্ডেড কার্ড নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি। এ বিষয়ে মাস্টারকার্ড ও আমেরিকান এক্সপ্রেসও কোনো মন্তব্য করেনি।
২০২২ সালের ১৯ জানুয়ারি থেকে যুক্তরাজ্যের ভিসা ক্রেডিট কার্ড গ্রহণ না করার বিষয়ে অ্যামাজনের ঘোষণা দেয়ার পরপরই ভিসার শেয়ারমূল্যে ৪.৭ শতাংশ হ্রাস পেয়েছে।
এক বিবৃতিতে অ্যামাজন জানিয়েছে, প্রযুক্তির অগ্রযাত্রায় এ ধরণের চার্জ ক্রমেই কমতে থাকে। কিন্তু তারা উচ্চ চার্জ অব্যহত রাখছে কিংবা আরও বাড়িয়ে দিচ্ছে।
ডিবিটেক/বিএমটি