উবারের প্রথম কর্মী এবং এক সময়ের প্রধান নির্বাহী কর্মকর্তা রিয়ান গ্রেভ কোম্পানি বোর্ড অব ডিরেক্টরের পদ থেকে পদত্যাগ করেছেন। শুক্রবার এই তথ্য জানিয়েছে বিশ্বের শীর্ষস্থানীয় এই রাইড শেয়ারিং কোম্পানিটি।
গত সপ্তাহে বোর্ড থেকে পদত্যাগের বিষয়ে কোম্পানিকে অবহিত করেন গ্রেভ। ২০১০ সালে তিনি প্রথম কর্মী হিসেবে উবারে যোগদান করেন এবং প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর আরেক সহ-প্রতিষ্ঠাতা ট্রেভিস কালানিক প্রধান নির্বাহীর দায়িত্ব নিলে তিনি উবারে কাজ না করলেও বোর্ডে ছিলেন।
এই মাসের প্রথম দিকে উবার শেয়ার বাজারে আসে এবং ৮ বিলিয়ন ডলার অর্জন করতে সমর্থ হয়। যদিও কোম্পানিটি কাঙ্খিত আইপিও মূল্য অর্জন করতে পারেনি।
ডিবিটেক/বিএমটি