সুপারকম্পিউটার প্রস্তুতকারক ক্রে কর্পোরেশনকে অধিগ্রহণ করছে হিউলেট প্যাক্যার্ড এন্টারপ্রাইজ (এইচপিই)। আর এজন্য ১ দশমিক ৩ বিলিয়ন ডলার খরচ হবে। শুক্রবার এইচপিই এর ওয়েবসাইটে এই তথ্য প্রকাশ করা হয়।
এইচপিই হলো অপর তথ্যপ্রযুক্তি জায়ান্ট হিউলেট প্যাকার্ড (এইচপি) কোম্পানির এর সার্ভিস ব্যবসা পরিচালনাকারী অঙ্গপ্রতিষ্ঠান। যেহেতু ক্রে কর্পোরেশনের ইতিধ্যেই বিশাল সংখ্যক উল্লেখযোগ্য চুক্তি রয়েছে তাই এটি অধিগ্রহণের মাধ্যমে বিশ্বে অ্যাকাডেমিয়া ও ফেডারেল গভর্নমেন্টের ক্ষেত্রে ব্যবসায় প্রসারে বহুলাংশে এগিয়ে যাবে এইচপি।
এইচপিই জানিয়েছে, নতুন এই অধিগ্রহণের মাধ্যমে কর্পোরেট ও অন্যান্য গ্রাহকদের কাছে সুপারকম্পিউটার বিক্রি করা শুরু করতে পারবে তারা।
সিয়াটলভিত্তিক ক্রে বিশ্বে ডাটা প্রসেসিংয়ের ক্ষেত্রে আবশ্যকীয় নাম হয়ে উঠেছে। বর্তমানে প্রতিষ্ঠানটি অক রিজ ন্যাশনাল ল্যাবরেটরিতে বিশ্বের প্রথম এক্সাস্কেল সুপারকম্পিউটার তৈরির জন্য এএমডি’র সাথে একই প্রকল্পে কাজ করছে। সিস্টেমটি প্রতি সেকেন্ডে কুইনটিলিয়ন ক্যালকুলেশন করতে পারবে।
টপ৫০০ডটআর্গ এর মতে, বিশ্বের শীর্ষ ১০ শক্তিশালী সিস্টেমের মধ্যে ক্রে এর অবস্থান তৃতীয়। গতবছর জাপানে অ্যাডভান্সড নিউক্লিয়ার ফিউশন রিসার্চের জন্য বিশ্বের সবচেয়ে দ্রুতগতির সুপারকম্পিউটার তৈরির জন্য ক্রে’কে দায়িত্ব দিয়েছে।
ডিবিটেক/বিএমটি