বাংলাদেশ কম্পিউটার সমিতি মিলনায়তনে উপস্থিত আড়াইশ দর্শক-শ্রোতার সামনে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে আলোর অদেখা রূপ তুলে ধরলেন অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল।
আন্তর্জাতিক আলোক দিবস উদযাপন উপলক্ষ্যে শুক্রবার (১৭ মে) বিকেলে “দেখা আলো না দেখা রূপ” শীর্ষক একটি বিজ্ঞান বক্তৃতায় তিনি আলোর রূপকে নানা মাত্রিকতায় ফুটিয়ে তোলেন।
দিবসটি উদযাপনের অংশ হিসেবে এই বক্তৃতাটি যৌথভাবে আয়োজন করে বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতি ও বাংলাদেশ কম্পিউটার সোসাইটি।
বক্তৃতায় অধ্যাপক মুহাম্মদ জাফর ইকবাল আলোর উৎস, আলোর ধর্মাবলী, মানবজীবনে দেখার বাইরেও আলোর যে ভূমিকা, আধুনিক বিজ্ঞানে আলোর অবস্থান ইত্যাদি নিয়ে আলোচনা করেছেন।
বাংলদেশ কম্পিউটার সমিতির বিসিএস ইনোভেশন সেন্টারে বক্তব্যের শুরুতে তিনি আলো কী তা নিয়ে আলোচনা করেন।আলোচনায় আলোর তরঙ্গধর্ম, তরঙ্গ হিসেবে আলোর ভূমিকা বিস্তারিত উঠে আসে। মানুষ কেন শুধু দৃশ্যমান আলোতেই দেখতে পায় এমন প্রশ্নের উত্তর প্রদানের চেষ্টা করেন।
অধ্যাপক জাফর ইকবাল এরপর আলোর সঙ্গে সম্পর্কিত আধুনিক বিজ্ঞানের বিষয়গুলোর ওপর আলোকপাত করেন। আলোর ধর্ম বুঝতে গিয়ে কিভাবে কোয়ান্টাম মেকানিকসের উৎপত্তি, ব্ল্যাকহোলের ছবি তোলার মত বিজ্ঞানের বিশাল অর্জন, মহাবিশ্বের সৃষ্টিরহস্য বুঝতে আলোর ভূমিকা ইত্যাদি নিয়ে আলোচনা করেন।
মুহম্মদ জাফর ইকবাল বক্তৃতা শেষে প্রশ্নোত্তর পর্বে উপস্থিত শ্রোতাদের মধ্য হতে আলো ও পদার্থবিজ্ঞান সম্পর্কিত নানা প্রশ্নের উত্তর প্রদান করেন।
অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতির সিনিয়র সহ-সভাপতি মুনির হাসান। স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি মো. শাহিদ-উল-মুনীর।
অনুষ্ঠানের সবশেষে ছিল পুরস্কার বিতরণী। আলোক দিবস উপলক্ষ্যে আয়োজিত আলো ও আলোক প্রযুক্তি বিষয়ক কুইজের বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
প্রসঙ্গত, আলোক দিবস উদযাপনের অংশ হিসেবে বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতি আয়োজন করে “আলোর দ্যুতি”, আলো ও আলোক প্রযুক্তি কুইজ, শিশু কিশোরদের আলোক ভাবনা ইত্যাদি।