প্রথমবারের মতো বাণিজ্যিক ভাবে ক্যালিফোর্নিয়ায় নিজেদের স্ব-চালিত যানবাহন চালানোর অনুমতি পেয়েছে রোবটিক্স কোম্পানি নুরো। বুধবার প্রাপ্ত এই অনুমোদনের মাধ্যমে চালকবিহীন ডেলিভারি সার্ভিস দেয়ার কাজ শুরু করতে যাচ্ছে সিলিকন ভ্যালির কোম্পানিটি।
নতুন এই সেবায় কয়েক মাইল দূর থেকেই বেশ কয়েকটি স্ব-চালিত গাড়ি নিয়ন্ত্রণ করবেন একজন মানব অপারেটর। ফলে ডেলিভারি সেবায় স্ব-চালিত প্রযুক্তি বিনিয়োগ থেকে এবার খুলে গেলো মুনাফা প্রাপ্তির পথ।
২০১৭ সাল থেকে ক্যালিফোর্নিয়ার রাস্তায় স্ব-চালিত যানের পরীক্ষা করে আসছে নুরো। এরই ফলশ্রুতিতে কোম্পানিটিকে চলতি বছরের শুরুতে নয়টি শহরে দুটি চালকবিহীন ডেলিভারি ভেহিকল পরীক্ষা করার অনুমতি দিয়েছে রাষ্ট্রীয় নিয়ন্ত্রক সংস্থা।
কোম্পানিটি বলেছে, শুরুতে তারা টয়োটা প্রিউসেস মডেলের গাড়ি দিয়ে ডেলিভারি সেবা চালু করবে। এরপরই রাস্তায় নামাবে নিজেদের তৈরি নিম্ন গতির আর-টু গাড়ি, যেখানে কোন প্যাডেল বা স্টিয়ারিং হুইল নেই। আছে শুধু প্যাকিং পন্য রাখার কক্ষ।
কোভিড-১৯ মহামারিতে ই-কমার্স ব্যবসায় নতুন মাত্রা যুক্ত করতে গত মাসেই ৫০০ মিলিয়ন ডলারের তহবিল গঠন করেছে নুরো।
এর আগে গত ফেব্রুয়ারি মাসে মানুষের নিয়ন্ত্রণ ছাড়া এবং লুকিং গ্লাস ও স্টিয়ারিং বিহনী ৫০০০টি কম গতির বৈদ্যুতিক গাড়ির মাধ্যমে ক্যালিফোর্নিয়ার মাউন্টেন ভিউ ভিত্তিক প্রতিষ্ঠানটিকে পণ্য ডেলিভারির কাজে অনুমতি দিয়েছিলো দেশটির ন্যাশনাল হাইওয়ে ট্রাফিক সেফটি অ্যাডমিনিস্ট্রেশন।