বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)-এর কার্যক্রম পরিচালনায় প্রশাসককে সহযোগিতার লক্ষ্যে গঠিত সহায়ক কমিটিতে যুক্ত হলেন অভিজ্ঞ ৪ নতুন মুখ। এর ফলে এই কমিটির পরিধি এখন ১১ থেকে বেড়ে দাঁড়ালো ১৫-তে।
নতুন করে যুক্ত হওয়া ব্যক্তিরা হলেন- সাউথটেক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মামনুন কাদের, বিল্ডকন কন্সালটেন্সি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচলাক মাহতাব উদ্দিন আহমেদ, সূর্যমুখী লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ফিদা হক এবং ব্রেইন স্টেশন ২৩ পিএলসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা রাইসুল কবির।
সোমবার বেসিস-এর সদ্য নিযুক্ত প্রশাসক ড. মুহম্মদ মেহেদী হাসান স্বাক্ষরিত অফিস আদেশে নতুন সদস্যদের নাম প্রকাশ করা হয়।
এর আগে রবিবার বাণিজ্যিক সংগঠন আইন ২০২২-এর ১৮ ধারার ২(ক) উপধারা অনুযায়ী এই সহায়ক কমিটি গঠন করা হয়।