চীনের টেলিকম জায়ান্ট হুয়াওয়ে ক্লাউড ব্যবসায় জোর দিচ্ছে। এই খাতে এখনও যুক্তরাষ্ট্রের চিপ ব্যবহার করতে পারায় সেটিকেই সুযোগ হিসেবে দেখছে কোম্পানিটি। ফিন্যান্সিয়াল টাইমসের বরাত দিয়ে এই খবর প্রকাশ করেছে রয়টার্স।
খবরে বলা হয়, কোম্পানিগুলোর কাছে কম্পিউটিং পাওয়ার ও স্টোরেজ বিক্রি করে থাকে হুয়াওয়ের ক্লাউড কম্পিউটিং ব্যবসায় ইউনিট। একইসাথে তাতে যুক্ত করা হয় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সুবিধাও। আর এই ব্যবসা দ্রুতই সম্প্রসারিত হচ্ছে।
গত জানুয়ারিতে হুয়াওয়ের স্মার্টফোন ও টেলিকম যন্ত্রাংশ ব্যবসার মতোই সমান গুরুত্ব নিশ্চিত করে। ইউনিটটি চেষ্টা করে যাচ্ছে এবং বেইজিং পাবলিক ক্লাউড চুক্তির মাধ্যমে সহায়তা করবে বলে জানা গেছে।
জাতীয় নিরাপত্তা ঝুঁকির অভিযোগ এনে ট্রাম্প প্রশাসন চীনের কোম্পানি বিশেষ করে হুয়াওয়েকে নিষিদ্ধ করেছে। যদিও হুয়াওয়ে বরাররই বিষয়ে নাকচ করে দিয়েছে। এমন পরিস্তিতিতে বিকল্প ভাবতে হচ্ছে টেলিকম জায়ান্টটিকে।
ডিবিটেক/বিএমটি