সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে মনে ভাব প্রকাশের জন্য ইমোজির দারুন জনপ্রিয়তা। সেই জনপ্রিয়তাকে নিজেদের জিমেইল সেবায় যুক্ত করতে চলেছে গুগল। গত মাসে এ ফিচারটি নিয়ে খবর জানা গেলেও এবার গুগল নিজেই সেটি নিশ্চিত করেছে। খবর দ্য ভার্জ।
খবরে বলা হয়, প্রাথমিকভাবে জিমেইলের অ্যান্ড্রয়েড সংস্করণে ইমোজি ফিচারটি আসবে। আর আগামী কয়েক মাসের মধ্যে সেটি ওয়েব এবং আইওএসে সংস্করণেও চলে আসবে।
সামাজিক মাধ্যমের ইমোজি রিঅ্যাকশনের মতোই এটি কাজ করবে। কোনো রিঅ্যাকশন চাপ দিয়ে ধরে রাখলে ইমোজিটি কারা ব্যবহার করেছেন বা অন্যরা নিজস্ব অ্যাকাউন্টে কোন ইমোজি যোগ করেছেন, তা দেখতে পাবেন ব্যবহারকারী।
তবে সবার জন্য এই ফিচারটি পাওয়া যাবে না। যেমন স্কুল বা কর্মক্ষেত্রের অ্যাকাউন্টে ইমোজি ব্যবহার করা যাবে না।
ডিবিটেক/বিএমটি