ওয়ানপ্লাসের প্রথম ফোল্ডেবল স্মার্টফোনটিকে নিয়ে দীর্ঘদিন ধরেই জল্পনা চলছে। এটি একটি বুক-স্টাইল ফোল্ডিং হ্যান্ডসেট হবে। সংস্থাটি গত ফেব্রুয়ারিতে জানায় যে, এই ডিভাইসটি এ বছরের তৃতীয়-ত্রৈমাসিকে উন্মোচন করা হবে। ওয়ানপ্লাস পরোক্ষভাবে নিশ্চিত করেছে যে, এটি ওয়ানপ্লাস ওপেন নামে বাজারে আসবে।
এবার স্মার্টফোনটির উন্মোচনের তারিখটি ফাঁস হয়েছে। প্রসঙ্গত, এটি গত মাসে আত্মপ্রকাশ করার কথা ছিলো, কিন্তু শেষ মুহূর্তে ডিসপ্লে প্যানেল সরবরাহকারী পরিবর্তন করার কারণে সেটি বিলম্বিত হয়েছে।
টিপস্টার ম্যাক্স দাবি করেছেন, ওয়ানপ্লাস ওপেন আগামী মাসে আত্মপ্রকাশ করতে চলেছে। এর উন্মোচন অনুষ্ঠানটি আগামী ১৯ অক্টোবর অনুষ্ঠিত হবে। তবে, ওয়ানপ্লাস এখনও তাদের ফোল্ডেবল ফোনের উন্মোচন সম্পর্কে নিশ্চিতভাবে কিছু জানায়নি।
আশা করা হচ্ছে আগামী সপ্তাহে এ বিষয়ে ওয়ানপ্লাসের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।
ডিবিটেক/বিএমটি