২০১৭ সালে অ্যাপলের বিরুদ্ধে নতুন আইফোন কিনতে বাধ্য করতে পুরানো ডিভাইস ধীরগতি করার অভিযোগে মামলা হয়েছিল। আইফোন ব্যবহারকারীদের করা সেই মামলায় অবশেষে জরিমানা গুনতে যাচ্ছে অ্যাপল। খবর দ্য ইন্ডিপেনডেন্ট।
এক প্রতিবেদনে বলা হয়, অ্যাপলের ব্যাটারি ধীরগতি করার অভিযোগের মামলায় কিছু আইফোন ব্যবহারকারী ক্ষতিপূরণ পেতে যাচ্ছেন। ‘ব্যাটারিগেট’ নামে পরিচিত সেই মামলাটি করেছিলেন অ্যাপলের পুরানো ডিভাইস ব্যবহারকারীরা। তারা প্রত্যেকে প্রায় ৬৫ ডলার করে ক্ষতিপূরণ পেতে যাচ্ছেন বলে জানিয়েছেন মামলাটির আইনজীবী।
এই সমঝোতায় আইফোন ৬, ৬ প্লাস, ৬এস, ৬এস প্লাস, ৭, ৭ প্লাস এবং প্রথম প্রজন্মের আইফোন এসই মডেলটি অন্তর্ভুক্ত রয়েছে।
মামলার নিষ্পত্তিতে বলা হয়েছে, অ্যাপল তার ক্ষতিগ্রস্ত গ্রাহকদের কমপক্ষে ৩১০ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দিবে। এতে করে প্রত্যেকে প্রায় ৬৫ ডলার করে পাবেন। কিন্তু এই ক্ষতিপূরণ ওইসব ব্যবহারকারীই পাবেন যারা ২০২০ সালের অক্টোবরে সাইন আপ করেছেন। কাজেই সেই সময়ের মধ্যে সাইন আপ করা ১০০ মিলিয়ন লোক এই ক্ষতিপূরণ পেতে যাচ্ছেন।
ডিবিটেক/বিএমটি