নতুন এক ব্ল্যাকহোল বা কৃষ্ণগহ্বরের খোঁজ পেলেন জ্যোতির্বিজ্ঞানীরা। নতুন আবিস্কৃত এই ব্ল্যাকহোলটি সক্রিয় রয়েছে। ৬ জুলাই ভয়ঙ্কর ওই ব্ল্যাকহোলের কথা জানিয়েছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা।
জেমস ওয়েব স্পেস টেলিস্কোপে ব্ল্যাকহোলটি দেখা গিয়েছে বলে নাসার পক্ষ থেকে দাবি করা হয়েছে। এখনও পর্যন্ত মহাশূন্যে যতগুলো কৃষ্ণগহ্বর আবিস্কার করা গেছে, এটি তার মধ্যে সবচেয়ে দূরবর্তী।
নাসা জানিয়েছে, ওই ব্ল্যাকহোল রয়েছে সিইইআরএস ১০১৯ নামের ছায়াপথের মধ্যে। আনুমানিক ৫৭০ মিলিয়ন বছর আগে এই ছায়াপথে মহাবিস্ফোরণ হয়। যার জেরে ব্ল্যাকহোলটির সৃষ্টি হতে থাকতে পারে বলে মনে করা হচ্ছে।
তবে মহাবিস্ফোরণের ফেলে ওই ছায়াপথ পুরোপুরি বিলুপ্ত হয়নি। অন্যদিকে নতুন আবিস্কৃত কৃষ্ণগহ্বরটি এখনও পর্যন্ত আবিস্কৃত অন্যান্যগুলোর তুলনায় কম গভীর বলে দাবি করেছেন নাসার বিজ্ঞানীরা।
ডিবিটেক/বিএমটি